সর্বশেষ আপডেট



» ব্যাংক একাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ, গেপ্তার ৩

» ফেনী বন্ধুসভার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» ইঞ্জিনিয়ার এম. সাখাওয়াত খাঁন’র উদ্যোগে   অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

» ফেনীর ফুলগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ইফতার ও কমিটি পূণঃগঠন

» চিপসের টাকা না দেওয়ায় চুরিকাঘাতে যুবক খুন

» ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে বন্ধুর বন্ধনের ইফতারে দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া

» ফেনীতে ৬৬৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

» মনোয়ার হোসেন সেন্টুর সহযোগিতায় আরডিএস এর ইফতার

» ফেনীতে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

» ফেনীতে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের তিন দিনের কর্মশালা উদ্বোধন

» ফেনীতে আল্লাহ তাআলার ৯৯ টি নাম সম্বলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন

» ফেনীতে দেশের অন্যতম ব্র্যান্ড সেইলরের আউটলেট উদ্বোধন

» ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কর্মচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বিশিষ্টজনদের নিয়ে প্রবাসী জিয়া উদ্দিন বাবলুর ইফতার মাহফিলে

» সোনাগাজীতে আলফা লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

» রমজানে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি দিচ্ছে ফেনী পৌরসভা

» শেখ হাসিনার হাতেই এই বাংলাদেশ নিরাপদ- নিজাম হাজারী

» নতুন ঘর পেলেন হতদরিদ্র পারুল আক্তার

» ফেনী ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এভার কেয়ার হাসপাতালের ইনফরমেশন সেন্টার ও হেল্প ডেক্স উদ্ধোধন

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ,১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আসক্তির নতুন নাম ‘গ্লু স্নিফিং’

ডা. মুসা হাসনাত :

১)কিছুদিন পূর্বে মগবাজার হয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম পথশিশুদের একটা দল প্লাস্টিকের ব্যাগ নিয়ে ফুঁ দিচ্ছে।
২) আবারও ঘটনার পুনরাবৃত্তি দেখলাম, এবার স্থান- ঢাকা মেডিকেল কলেজ এর গেইট সংলগ্ন শহীদ মিনারে।
বিষয়টি বেশ ভাবিয়ে তুলল তাই এই নিয়ে একটু লিখার অভিপ্রায় হল।

তাহলে শুরু করি, এক প্রকার গাম বা আঠা জাতীয় উদ্বায়ী পদার্থ যা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্প বা ধুম্রে পরিণত হয়,. চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘গ্লু স্নিফিং’ বলে। বর্তমানে ইহাই ‘ড্যান্ডি’ নামে সবার কাছে ব্যাপক পরিচিত।
সাধারণত চার প্রকার জৈব যৌগ যেমন- বেনজিন, টলুইন, অ্যাসিটোন ও কার্বন ট্রাই ক্লোরাইড নামক এই গাম জাতীয় পদার্থে বিদ্যমান থাকে। বিভিন্ন প্রকার রাবার ও চামড়া জাতীয় পদার্থ যথা- জুতা, চাকার রাবার টিউব, তাছাড়া ছোটখাট ইলেকট্রনিক যন্ত্রপাতি, প্লাস্টিকের পন্য প্রভৃতির মেরামত ও জোড়া লাগানোর জন্য সংযোজক কারক হিসেবে এর বহুল ব্যাবহার বিদ্যমান।
গাম জাতীয় এই প্রকার উদ্বায়ী পদার্থ বাষ্প বা ধুম্রাকারে ‘গন্ধ শুকা’ বা শ্বাস গ্রহণের মাধ্যমে শ্বসনযন্ত্র হয়ে রক্তের মাধ্যমে মস্তিষ্ক প্রবেশ করে। এতে শরীর এ তৈরি হয় আনন্দের শিহরণ আর অনিয়ন্ত্রিত উন্মাদনা, যা পরবর্তীতে দেহে আনে এক শিথীলতার ভাব। দীর্ঘ মেয়াদে এই পদার্থের অপব্যবহারের ফলে এর প্রতি সৃষ্টি হয় এক চরম আসক্তি।

আসক্তির কারণঃ
১) চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নেশা জাতীয় জিনিস অবিরত ব্যবহার এর ফলে শরীরের ডোপামিন হরমোনের আধিক্য, মস্তিষ্কের ব্যাসাল গ্যাংলিয়ার রিওয়ার্ড সার্কিট তথা নিউক্লিয়াস অ্যাকামবেন্স এবং প্রি ফ্রন্টাল কর্টেক্সের উত্তেজনা হেতু এই আসক্তির উদ্ভব হয়। এছাড়া-
২) জীনগত(৪০-৬০%)
৩) আর্থ-সামাজিক অস্বচ্ছতা, পারিবারিক কলহ, বিভিন্ন কারণে ব্যর্থতা প্রভৃতি কারণে আসক্তির সৃষ্টি হয়।

ঝুঁকিপূর্ন গ্রুপঃ
১.সমাজের সুবিধা বঞ্চিত প্রান্তিক কিশোর-কিশোরী।
২. সদ্য বয়োপ্রাপ্ত শ্রেনী।
৩. নেশার প্রতি কৌতুহল প্রবণ কিশোর-কিশোরী।
৩. শারীরিক ও যৌন নির্যাতনের শিকার অল্প বয়স্ক জনগোষ্ঠী।
৪) আচরণগত সমস্যায় আক্রান্ত শিশু।
৫) হতাশা, উদ্বিগ্নতা, অত্যধিক মানসিক চাপে থাকা জনগোষ্ঠী।
৬) অসৎ সংগ, এন্টি সোস্যাল পার্সোনালিটি সমস্যায় আক্রান্ত ব্যাক্তিবর্গ।

ক্ষতিকর প্রভাবঃ

ক) শারিরীক সমস্যা #
১)মাথা ঘোরা, চলাচলে অসংলগ্নতা, কথা জড়িয়ে আসা, হাত-পা কাঁপা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, রক্ত বমি, অজ্ঞান হয়ে যাওয়া। এমনকি নেশার অতিমাত্রায় নিউমোনিয়া, হার্ট ফেইলিউর কিংবা শ্বাসরোধ বা দুর্ঘটনার কারণে আক্রান্ত ব্যাক্তির মৃত্যুও ঘটতে পারে।
২) যক্ষা, এইডস,যৌন বাহিত নানা রোগ,অ্যাজমা, ব্রংকাইটিস, লিভার সিরোসিস, লিভার ও ফুসফুসের ক্যান্সার ইত্যাদি।

খ) মানসিক সমস্যা #
১) উত্তেজনা তথা উন্মত্ততা, উদাসীনতা, বিবেক বুদ্ধি, স্মৃতিশক্তি লোপ পাওয়া, চিত্তবিভ্রম, শ্রুতি ও দৃষ্টিবিভ্রম, কলহপ্রবণতা ইত্যাদি।
২) হতাশা,উদ্বিগ্নতা, মনোবৈকল্য, আত্মহত্যা
৩) সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ইত্যাদি।

গ)সামাজিক ও আচরণগত সমস্যা #
১)নারী ও শিশু নির্যাতন।
২)পারিবারিক ও সামাজিক টানাপোড়ন।
৩)বিবাহ বিচ্ছেদ।
৪) ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত দায়বদ্ধতা কমে যাওয়া।
৫) অপরাধ প্রবণতা তথা- মাদক ব্যবসা, চোরাচালান, চুরি, ডাকাতি, খুন প্রভৃতির প্রকোপ বেড়ে যাওয়া ইত্যাদি।
৬) কর্মদক্ষতা হ্রাস পাওয়া।

#চিকিৎসা —
১) অধিকাংশ ক্ষেত্রেই এই প্রকার নেশায় আক্রান্তদের সমস্যাসমূহ সংক্ষিপ্ত সময়ের ও মৃদু প্রকৃতির হয়। তাই এই সমস্যা মৃদু প্রকৃতির হলে রোগীকে কেবল আশ্বস্ত করলেই যথেষ্ট যে এই সমস্যা গুরুতর কিছু নয়। অল্প সময়ের মধ্যেই এই সমস্যা সমূহ হতে রোগী আরোগ্য লাভ করবেন।

২) তবে তীব্র পর্যায়ে যেমন রোগী সংজ্ঞাহীন হলে, শ্বসনতন্ত্র ও হৃদযন্ত্রের ক্রিয়া লুপ্ত হলে কিংবা রক্ত বমি হলে আক্রান্ত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক এর তত্ত্বাবধানে রেখে নিবিড় চিকিৎসার প্রয়োজন হতে পারে।

#পুনর্বাসন-
১) প্রথমে রোগীকে সমস্যা সম্পর্কে আশ্বস্ত করতে হবে এবং স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করতে হবে।
২) পাশাপাশি নিশ্চিত করতে হবে এই সমস্যার জটিলতা ও সহযোগী হিসেবে থাকা নানা শারিরীক ও মানিসিক সমস্যার যথাযথ চিকিৎসা।
৩) রোগীর জন্য প্রয়োজন পর্যাপ্ত পারিবারিক ও সামাজিক সহায়তার।
৪) ফ্যামিলি ও সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে।
৫) ক্ষেত্রবিশেষে এই রোগের চিকিৎসার প্রয়োজনে যথাযথ অভিভাবকের তত্ত্বাবধানে পরিচালিত ফস্টার কেয়ার, রেসিডেন্সিয়াল কেয়ারে ও নেওয়া যেতে পারে।
৬) নানা আর্থ- সামাজিক ও পেশাগত পুনর্বাসন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
৭) এই নেশার সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে।
এই ক্ষেত্রে গণমাধ্যম সমূহ প্রধান নিয়ামকের ভুমিকা পালন করতে পারে।
লেখক :
ডাঃ মুহাম্মদ মুসা হাসনাত
মেডিসিন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!