শেখ আশিকুন্নবী সজীব :
চিরলি গাঙের এক অজেয় মাছ স্বর্ণবোয়াল এবং একেস্বরা সাঁঝমালা ও জেলে পাড়ার যুবকতিরমনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে স্বর্ণবোয়াল নাটকের কাহিনী।সাঁঝমালা এবং স্বর্ণবোয়াল কাউকেই সাধনা ছাড়া ধরা যায় না। নিকারি পাড়ার বলিষ্ঠ যুবক তিরমন জয় করে নেয় সাঁঝমালার মন।
এমনকি তিরমনের কাছে ধরা দেয় সেই অজেয় স্বর্ণবোয়ালও। তবে শেষ পর্যন্ত স্বর্ণবোয়াল ধরে রাখতে পারে না তিরমন। লোককাহিনীর উপাদান আশ্রিত জয়-পরাজয়ের বাইরে হারজিতহীন দর্শনময় নাটকটির রচয়িতা ড: সেলিম আল দীন।

সংলাপের সমান্তরালে সংগীতের সহযোগে কাব্যিক ভাষায় রচিত রূপকধর্মী প্রযোজনাটি মঞ্চস্থ হলো গত শনিবার সন্ধ্যায় ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকটির নির্দেশক ছিলেন সায়েম সিরাজ।
নাটকটিতে মঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন সাইমুম,রনি, দোলন, রাহিম,রিশাত,এরফান, প্রীতম, ফরহাদ, জাবেদ, আকসা, তকি, সানি, আছাদ, বিথী, শীলা এবং মারুফা।
নাটকটির প্রযোজনা অধিকর্তা ছিলেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

চকচকে সোনার মতো শরীরে রং ছড়ানো এক মাছ হচ্ছে স্বর্ণবোয়াল নাটকের প্রধান চরিত্র।বিশালাকৃতির মাছটি সবার নজরে পড়ে না
কিংবা চাইলেও দেখা পায় না। মাছটি শিকারের নেশায় জীবন দেয় জনম মাঝি ও খলিশা মাঝি। ৬০ বছর বয়সে কোষা নৌকায় বসে জনম মাঝি এক ভোরে ছিপ ফেলে বড়শিতে গেঁথেছিল মাছটিকে। কিন্তু ছোট্ট কোষাসহ মাছটি তাকে টেনে নেয় গভীর জলে। ঘটনাক্রমে জনম মাঝির স্বর্ণবোয়াল শিকারের নেশা সংক্রমিত হয় ছেলে খলিশার শরীরে, কিন্তু সেও পারে না মাছটি শিকার করতে। তার ছেলে তিরমন অজেয় মাছটিকে জয় করতে পারবে এমন স্বপ্ন দেখে।
বাবার কাছে মাছটির গল্প শুনতে শুনতে তিরমনের ভেতরও শিকারের নেশা জেগে ওঠে। তাই মৃতপ্রায় বাবাকে রেখে মায়ের নিষেধ উপেক্ষা করে ভাদ্র মাসের এক ঝড়ের রাতে বড়শি নিয়ে সে যাত্রা করে স্বর্ণবোয়াল শিকারে। প্রচন্ড লড়াইয়ের পর বোয়ালটিকে ধরেও ফেলে তিরমন। তবে নদীতীর পর্যন্ত টেনে আনতে পারলেও শেষ পর্যন্ত মাছটি লাফ দিয়ে গভীর জলে মিলিয়ে যায়। অজেয় মাছ অজেয়ই রয়ে যায়। ঘটনার বিশ্লেষণে দেখা যায়, শেষ পর্যন্ত স্বর্ণবোয়ালও হারেনি, তিরমনও হারেনি অথবা দুজনের কেউই জেতেনি। হারজিতহীন এই দর্শন নিয়েই নির্মিত নাটক স্বর্ণবোয়াল।
পুরো মিলনায়তন ভর্তি দর্শক নাটকটি উপভোগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









