শেখ আশিকুন্নবী সজীব:
ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৩ জুন) রাতে বারাহীপুর এলাকার ফেনী স্পোর্টস এরিনা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুটবল টিমকে ৩-০ গোলে পরাজিত করে ফেনী পৌর ছাত্রদল ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: এনাম হোসেন মানিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. কায়সার এলিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো: আলাউদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুবায়ের হোসেন, দাগনভূঁঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফখরুদ্দিন সেন্টু,সহ- সভাপতি তৌহিদুল ইসলাম আকাশ,যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহমদ মজুমদারসহ জেলা,পৌর ও ৮ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ যে, সামাজিক ও সাংস্কৃতিক কাজে বিশেষ অবদান রাখায় ৮ নং ওয়ার্ডের কৃতি সন্তান মো: রুবেল তারেককে প্রধান অতিথি কর্তৃক বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রীতি ফুটবল টুর্নামেন্টে ফেনী পৌর ছাত্রদল, পৌর স্বেচ্ছাসেবক দল, ৮ নং ওয়ার্ড ছাত্রদল, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নামক ৪টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। নকআউট পদ্ধতিতে মোট ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









