শহর প্রতিনিধি:
মুসলিম ভূখন্ডে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে
বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৭ জুন) বাদ আসর ফেনী জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান রোডের মাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দীন।
ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ক্বারী আবু বকর ছিদ্দীকের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা কমিটির সহ-সভাপতি মুফতী আব্দুর রহমান, সহ-সেক্রেটারী মুফতী মামুনুর রশীদ, মাওলানা আব্দুল হক, মাওলানা ইয়াসিন, খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ ও খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ ইসহাক প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাকীম মাওলানা আমীর হোসাইন, সহ-সেক্রেটারি মাওলানা ইউছুফ ধৌলতপুরী, মাওলানা মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমামুদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুল গনী ভূঁইয়া, মাওলানা আবুল হাশেম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইলিয়াস, বায়তুল মাল সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু মূসা, সহ সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নোমান আল বারী, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা এমদাদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আবুল বাশার, অফিস সম্পাদক মাওলানা আজিজুল হক, আইন বিষয়ক সম্পাদক মাওলানা নূর উদ্দীন রিয়াজ, শ্রমিক মজলিস ফেনী জেলা সদস্য সচিব খাজা আহাম্মদ, পৌর সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলিম ভূখন্ডে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। সারাবিশ্বে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এসব করে মুসলমানদের নিশ্চিহ্ন করা যাবে না। বাংলাদেশের বর্তমান সরকার যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আল্লামা মামুনুল হক ঘোষণা দিয়েছেন রাজপথে নেমে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানো হবে। প্রয়োজনে রক্ত দিবো তবুও এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার জাতি মেনে নিবেন না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”