নিজস্ব প্রতিবেদক :
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার বিকেলে মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের খেজুর চত্বর, দোয়েল চত্বর, মডেল থানা মোড়, মিজান রোড মোড়, ট্রাংক রোড, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে বাঁশপাড়া মুখে এসে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
মিছিল পূর্ববর্তী ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার। সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন
দলটির কেন্দ্রীয় সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান ও আবু তালেব।
প্রধান অতিথি বলেন, গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচারের আওতায় আনতে হবে। গণহত্যায় ব্যবহৃত সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র বরদাস করা হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন-ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ খালেক,,গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, মহিলা দলের সভানেত্রী জুলেখা আক্তার ডেইজি ও জেলা জাসাসের আহবায়ক কাজী ইকবাল আহমেদ পরান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, এতে দেশবাসী খুশি হয়েছে। যাঁরা বাংলার মানুষের ভোটাধিকার ও সম্পদ লুট করে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নিতে হবে।
বিজয় মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন