নিজস্ব প্রতিবেদক :
মাথা গোজার ঠাই হারিয়ে পথে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন। ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের ফকির বাড়ীর স্বামী পরিত্যক্তা দুই বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা জিয়া উদ্দিন আহমদের বিরুদ্ধে। জিয়া উদ্দিন আহমদ ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। রোববার ফেনীতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের ফকির বাড়ীর মৃত জালাল আহাম্মদের মেয়ে ছেমনা খাতুন (৬২) ও নুর বানু (৬০) অভিযোগ করেন, ৭-৮ দিন আগে বাড়ী থেকে আমাদের দুই বোনকে বের করে দিয়েছে অজিউল হক প্রকাশ আইয়ুব খাঁন ও তার ছেলে ছাত্রদল নেতা জিয়া উদ্দিন আহমেদ, বড় ছেলে মাঈন উদ্দিন, খুরশিদ আহাম্মদের ছেলে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা। বাড়ি থেকে বের করে দেয়ার পর তারা এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেও আশ্রয়দাতাকে ওই ছাত্রদল নেতা হুমকি দিলে আশ্রয়দাতা দুই বোনকে অন্যত্র চলে যাওয়ার অনুরোধ করেন। তারা গ্রামে থাকতে না পেরে শহরে এসে নিজেদের বসতবাড়ী ফেরত পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। খেয়ে না খেয়ে ৭-৮ দিন কাটিয়ে দিয়েছেন বয়বৃদ্ধা দুই বোন। স্থানীয় কিছু হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় সাংবাদিকদের কাছে আসেন তারা।
বৃদ্ধা ছেমনা খাতুন বলেন, বন্যায় তাদের ঘর ভেঙে পড়ে যায়। স্থানীয় মানুষজনের সহযোগিতায় কিছু টাকা-পয়সা জোগাড় করে ঘর মেরামতের চেষ্টা করলে ছাত্রদল নেতা জিয়া ও তার সহযোগীরা বাঁধা প্রদান করে। ঘর দিতে হলে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে, না হলে ঘর নির্মাণ করতে দিবে না। তাদের হুমকি-ধমকি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়েছি। সব হারিয়ে নিঃস্ব হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমাদের পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদকারীদের বিচার চাই। কান্না জড়িত কন্ঠে ফেনীবাসীকে সহায় সম্বলহীন দুই বোনের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা জিয়া উদ্দিন আহমদ বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতা ফোরকান চৌধুরী তাদেরকে জোরপূর্বক আমাদের জায়গায় থাকতে দেয়। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরাও তাদের জায়গা দিয়েছিলাম। কিন্তু বর্তমানে তারা জায়গাটিতে নতুন করে ঘর করছে। যেহেতু জায়গাটি তাদের না, সেহেতু আমার দাদা তাদেরকে ঘর করতে বাঁধা দিয়েছে। মূলত বিষয় হলো এটি। কিন্তু একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”