শাহজালাল ভূঞা :
ফেনীতে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেকের (৩৯) উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার পরশুরাম অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।
জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম বাদী হয়ে পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এই ঘটনায় শনিবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। তার উপর হামলার ঘটনায় তিনি পরশুরাম উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দোষারোপ করেন।
পরশুরামে স্বেচ্চাসেবী পরিবারের উদ্যোগে বন্যা প্রতিরোধ মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর টেকসই বাঁধ নির্মান ও খাল খননের পরশুরাম বাসির ভূমিকা ও সরকারের করনীয় শীর্ষক সেমিনারের বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান। অনুষ্ঠানে ফেনী জেলা, পরশুরাম উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে তরিকুল ইসলাম তারেক অভিযোগ করেন, বেড়িবাঁধ সংরক্ষণ পরিষদ’-এর আয়োজনে পরশুরাম উপজেলার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সেখানে বক্তব্য প্রদান করি। বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ করে পরশুরাম উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী যারা মাহফুজ কমিশনার (যুগ্ম আহ্বায়ক, পরশুরাম উপজেলা বিএনপি)-এর নেতৃত্বে ছিলেন আমার উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করেন। উক্ত সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহায়তায় আমি প্রাণে রক্ষা পাই। উক্ত ঘটনার সময় থানা পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা ভিডিও ফুটেজসহ ক্যামেরাবন্দী হয়েছে।
জনতার অধিকার পার্টির চেয়ারম্যান হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। তিনি আরও বলেন হামলাকারী সকলে সকলেই সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তারেক আরও বলেন, যুবদলের আহবায়ক শাকিল ক্ষিপ্ত হয়ে আমার বক্তব্যের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দেন। তার বক্তব্যের পর, উপস্থিত ফেনী জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সম্মুখে আমাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলার নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা পৌর বিএনপির আহবায়ক মাহফুজ কমিশনার। হামলাকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। তবে আমার পাশে থাকা কর্মীরা ও সহযোদ্ধারা আমাকে রক্ষা করেন।
পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক শামসুল আলম শাকিল বলেন, আমি তার সাথে মজা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন প্রধানমন্ত্রী নন তাকে নিয়ে বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি। আমি এই বিষয়টি বুঝানোর চেষ্টা করেছি। তার সাথে আমার শুধু বাকবিতন্ডা হয়েছে এর বেশি কিছু না।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল হাকিম জানায়,হামলার কোনো ঘটনা ঘটেনি, তবে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন