মো: ইব্রাহিম রাফি:
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো ফ্রেশার্স রিসেপশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের প্রখ্যাত আইনবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক।
ড. একরামুল হক দেশের আইনি শিক্ষা ও বিচার ব্যবস্থা নিয়ে অসামান্য অবদান রেখেছেন। দীর্ঘদিন ধরে তিনি উচ্চশিক্ষা, আইন সংস্কার এবং বিচার প্রশাসনে সক্রিয়ভাবে যুক্ত। তার উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, গর্ব ও আত্মবিশ্বাসের নতুন সঞ্চার ঘটায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইনের জ্ঞান কেবল পেশাগত দক্ষতার জন্য নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। একজন আইন শিক্ষার্থীকে হতে হবে সাহসী, নৈতিক এবং দায়িত্ববান।”
শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম সেরা আইনবিদকে সামনে থেকে দেখার ও তাঁর কাছ থেকে শোনার সুযোগ তাদের জন্য এক বিরল ও গর্বের মুহূর্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আহমাদ মাহবুব-উল-আলম। সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: আয়াতুল্লাহ।
ফেনী ইউনিভার্সিটির এই আয়োজন নতুন শিক্ষার্থীদের জন্য শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হয়ে উঠেছে অনুপ্রেরণার এক বিশেষ মুহূর্ত—যেখানে তরুণরা ভবিষ্যতের আইনজীবী হয়ে গড়ে ওঠার সংকল্পে পথচলা শুরু করল।
এসময় ফেনী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ এবং আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”