সুরঞ্জিত নাগ :
৫০ শয্যা বিশিষ্ট ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জরিত। জনবল ও চিকিৎসক সংকটের ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ৬ ইউনিয়নের লোকজন। দীর্ঘদিন ধরে অস্ত্রোপাচার ও আবেদিনবিদ না থাকায় ব্যাহত হচ্ছে প্রসূতি সেবা। এক্সরে মেশিন থাকলেও বন্ধ থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রয়েছে সুপেয় পানির সংকট।
সরেজমিনে গিয়ে জানা যায়, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কক্ষ সংকুলান থাকায় গত ১২ বছর ধরে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অপারেশন থিয়েটার চালুকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা এখনো আশার মুখ দেখিনি, রয়েছে ফাইলবন্দি। প্রসূতিদের ফেনী সদর হাসপাতালে বা বেসরকারী ক্লিনিকে চিকিৎসা নিতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছে জনগণ।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা থাকার কথা ৯জন আছেন মাত্র ৩জন। এছাড়া নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, অ্যানেসথেসিয়া ও অর্থোপেডিকস্ চিকিৎসকও নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের মধ্যে ৪টি পদই খালি। এসব রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে প্রতিদিন। অপরদিকে নার্সিং সুপারভাইজার পদে একজন ও সহকারী নার্স পদে একজনসহ ২০টি পদের মধ্যে ১০টি পদই খালি। এর ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা।
*** জনবল, সরঞ্জাম, অবকাঠামো সবক্ষেত্রেই শুধু নেই আর নেই
*** কক্ষ সংকটের কারণে যুগ ধরে পরিত্যক্ত যন্ত্রপাতি এখন বিকল
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মেডিকেল এসিস্ট্যান্ট থাকার কথা ৭জন, আছেন মাত্র ৩জন। ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপি টেকনিশিয়ান ও মেকানিক সবকটি পদই খালি। সহকারী দিয়ে ল্যাবের কাজ পরিচালনা করতে হয়। ফার্মাসিস্ট ৫ জনের মধ্যে ১ জন, সহকারী দিয়ে চলছে ঔষধ বিতরণ। স্টোর কিপার না থাকায় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী (তিনি) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নেই দন্ত চিকিৎসা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে ডেন্টাল ইউনিট না থাকায় চিকিৎসক বসে বসে সময় পার করছেন। উপজেলার প্রতি তিন ইউনিয়নে একজন করে মোট দুইজন স্বাস্থ্য পরিদর্শক থাকার কথা থাকলেও আছেন একজন। দীর্ঘদিন ধরে অর্ধেকেরও বেশি মাঠ কর্মী নেই। তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী পদে ৯৯টির মধ্যে ৫১টি পদই খালি।
এদিকে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের তুলনায় অপারেশন থিয়েটার, প্রসূতি কক্ষ, এক্সরে রুম কক্ষ ও জরুরি বিভাগ কক্ষের স্থান সংকুলান হওয়ায় কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অপারেশন থিয়েটারের কক্ষ সংকুলান থাকায় গত ১২ বছর ধরে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অপারেশন থিয়েটার চালুকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা এখনো আশার মুখ দেখিনি, রয়েছে ফাইলবন্দি। দায়িত্বরত সেবিকা রহিমা ও জরিনা জানান, প্রতি মাসে নরমাল ডেলিভারী হয় ৩৫-৪০টি। কিন্তু প্রসূতি কক্ষটি অতি ছোট পরিসরে হওয়ায় প্রসূতি বেডসহ দুই জন লোক দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। এটি বড় পরিসরে করা খুব জরুরি। অস্ত্রোপাচার (সিজার) না থাকায় জরুরি প্রসূতি সেবা কার্যক্রমও বন্ধ রয়েছে। প্রসূতিদের ফেনী সদর হাসপাতালে বা বেসরকারী ক্লিনিকে চিকিৎসা নিতে অতিরিক্ত অর্থ গুনতে হয়। এছাড়া টেকনিশিয়ান থাকলেও কক্ষ সংকটে বন্ধ রয়েছে এক্স-রে মেশিন।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিজয় সিংহ ও সাকিব মো. সাব্বির ছোট পরিসরে কক্ষ থাকার কথা স্বীকার করে জানান, প্রতিদিন গড়ে ৪০ জন রোগী দেখাশুনা করতে হয়। সুপরিসরে কক্ষের ব্যবস্থা করা দরকার।
ছালগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তা ডা. নুরুল আমিন বলেন, হাসপাতালে আগত দরিদ্র রোগীদের স্বাস্থ্য সেবা বৃদ্ধির জন্য জরুরিভাবে অপারেশন থিয়েটার চালু প্রয়োজন, যার কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার রোগ প্রতিরোধ ব্যবস্থা নিরসনকল্পে তৃতীয় শ্রেণির কর্মী এবং পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়োগ অতি জরুরি।
জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যার কথা স্বীকার করে বলেন, সমস্যা-সমাধানের জন্য উর্ধ্বতন মহলের নিকট বারবার পত্র বিনিময় হয়েছে। আশা করি আগামী তিন মাসের মধ্যে সংকট উত্তরণ করা যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”