স্টাফ রিপোর্টার :
সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন এবং তিনি আসানসোলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ডি-লিট’ উপাধিতে ভূষিত হন। প্রধানমন্ত্রীর ওই সফর প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা হয়। বর্তমান সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক যা অতীতে কখনো ছিল না। সুসসম্পর্ক বজায় থাকায় সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে। সমুদ্রসীমা অধিকার নিয়ে বাংলাদেশের পক্ষেই বাস্তবায়িত হয়েছে। দু’দেশের মধ্যে ছিটমহলও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের মধ্যে তিস্তাচুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আশা করি তা বাস্তবায়িত হবে।
রোববার (২৭ মে) ফেনীর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।
এর আগে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সকাল ১১টায় ফেনীর ফতেহপুর রেল ক্রসিং ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনে সরকারের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ফেনী সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”