স্টাফ রিপোর্টার :
‘ঐতিহ্যেও সাথে শেকড়ের বুনন’ শ্লোগানকে সামনে রেখে ফেনীর আঞ্চলিক ও লোকজ গানের নতুন সংগঠন ফেনীর ঢোল’র লোগো উন্মোচন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ফেনী জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান লোগো উন্মোচন করেছেন।
ফেনী’র ঢোল-এর প্রধান সমন্বয়কারী রখতেয়ার মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর বিশিষ্ট সাহিত্যিক ও গীতিকার অধ্যাপক রফিক রহমান ভুঞা, বাংলাদেশ শিশু একাডেমির ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভুঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাশ টুটুল, জ্যেষ্ঠ সংগীত শিল্পী ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক নেছার আহাম্মদ। ফেনীর ঢোল’র বিপণন সমন্বয়ক তাহমিনা তোফা সীমার সঞ্চালনায় আরো মত প্রদান করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সংলাপ’র নারায়ন নাগ, উদীচীর সভাপতি মোমিনুল হক, পঞ্চবটীর পৃথ্বিরাজ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শেখরে পৌঁছাতে হলে এই ধারার লোকজ গানের চর্চা জরুরী। এর মধ্য দিয়ে ফেনীর সংম্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, জহির রায়হান মিলনায়তন নির্মাণে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো।
অনুষ্ঠানের সভাপতি জানান, আসছে ৬ ডিসেম্বর ঐতিহাসিক ফেনী মুক্ত দিবস সন্ধ্যা ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমাদের ফেনী’র ঢোল সংগঠনটির শুভ যাত্রা অনুষ্ঠানে দিবসটির মহানায়ক সাব সেক্টর কমান্ডার ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বীর বিক্রম লে. কর্নেল জাফর ইমাম (অব.) উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, ফেনীর সংসদ সদস্য শিরিন আখতার, নিজাম উদ্দিন হাজারী ও জাহান আরা বেগম সুরমা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম, ফেনীর জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পি.পি.এম, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মেদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবদুর রহমান বি.কম, পৌর মেয়র হাজী আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মীর আবদুল হান্নান, সাবেক কমান্ডার আবদুল মোতালেবসহ ফেনীর গুণীজনরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে থাকছে ফেনী’র ঢোল এর শিল্পীদের দেশাত্ববোধক, আঞ্চলিক ও লোকজ গানের পরিবেশনা।
লোগো উন্মোচন অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”