আবু ইউসুফ মিন্টু :
পরশুরাম উপজেলার পৌর এলাকার কোলাপাড়া গ্রামের বাশপদুয়া সড়কে ব্রীজের নিচে দেয়াল দিয়ে দীর্ঘদিন ধরে পানি যাওয়া বন্ধ করে দেয় স্থানীয় ঠিকাদার ছিদ্দিকুর রহমান।
বুধবার (২৭ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানা যায়, চলতি বর্ষার শুরুতেই স্থানীয় ছিদ্দিকুর রহমান মাছ ধরার সুবিধার্থে প্রভাব খাটিয়ে ওই ব্রীজের নিচে দেয়াল দিয়ে পানি আটকে দেয়। এতে চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে পরশুরাম বাজারের একাংশ ও পৌর এলাকার উত্তর ও দক্ষিন কোলাপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অবিরাম বর্ষণ থেমে যাওয়ার পরও দীর্ঘদিন জলাবদ্ধতা রয়ে যায়। ফলে উপজেলার উত্তর কোলাপাড়া ও দক্ষিন কোলাপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের চলাচলের রাস্তা ও ফসলী জমি পানিবন্ধি থাকে।
বারবার বলার পরও প্রভাবশালী ঠিকাদার ছিদ্দিকুর রহমান স্থানীয়দের অভিযোগের তোয়াক্কা না করে পানি আটকে রাখে। গত মঙ্গলবার স্থানীয়রা বিষয়টি পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আহসান উদ্দিন মুরাদকে অবহিত করলে তিনি দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়।
গতকাল বুধবার সকালে ইউএনও এর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, সার্ভেয়ার কবির হোসেনসহ ভূমি অফিসের কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। এর পরপরই পৌর এলাকার উত্তর কোলাপাড়া ও দক্ষিন কোলাপাড়া গ্রামের রাস্তা থেকে পানি নেমে যায় এবং জলাবদ্ধতা নিরসন হয়। জনগুরুত্বপূর্ণ বিষয়টি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ায় স্থানীয়রা পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আহসান উদ্দিন মুরাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আরো জানা যায়, ছিদ্দিকুর রহমান বর্তমানে আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের সাথে গা ভাসিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটাচ্ছে। তারা অভিযোগ করেন, ছিদ্দিকুর রহমান তার বাড়ীর সামনে দিয়ে রাস্তার উপর টয়লেট স্থাপন করে রেখেছে। স্থানীয়রা তাকে বাধা দিলেও সে কোন তোয়াক্কা করছে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









