বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মানাধীন
৫টি সাইক্লোন সেন্টারের কাজ বন্ধ
বিশেষ প্রতিনিধি :
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি রহিম উল্যাহর বিরুদ্ধে একজন প্রকৌশলীসহ দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সোনাগাজীতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন স্কুল কাম সাইক্লোন সেন্টারের কাজ নিম্নমানের অজুহাতে গতকাল শনিবার সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শনকালে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। নিম্নমানের কাজের অজুহাতে তিনি ৫টি সাইক্লোন সেন্টারের নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান এসএসএই জয়েন্টভেঞ্চারের প্রকল্প কো-অর্ডিনেটর রতন বনিক জানান, বিশ্ব ব্যাংকের অর্থয়ানে সোনাগাজীতে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ৭টি ‘স্কুল কাম সাইক্লোন সেন্টারের এর নির্মাণ কাজ চলছে। শনিবার সকালে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ উপজেলার শুলখালী, সরাজপুর, রঘুনাথপুর ও পালগিরিসহ চলমান কাজ পরিদর্শন করেন। এসময় চলমান প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর কেন স্থাপন করা হয়নি তা জানতে চায়। প্রকল্প সাইটে উপস্থিত বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রকৌশলী মো. মহসিন আলম ও প্রকল্প সুপারভাইজার গোলাম রাব্বানির সাথে তর্কে জড়িয়ে পড়ে সংসদ সদস্য রহিম উল্যাহ। এক পর্যায়ে তিনি ওই দুই কর্মকর্তাকে চড়-থাপ্পড় দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ সময় সাংসদের সঙ্গে থাকা ১৫-১৬ যুবক ওই দুই কর্মকর্তাকে এলোপাথাড়ি মারধর করেন। এক পর্যায়ে সোনাগাজীতে এ প্রকল্পের সব কাজ স্থগিত করে দেন এবং তাঁর নির্দেশ ছাড়া কাজ শুরু করা হলে পরিণাম ভাল হবে না হবে বলে প্রকল্প কর্মকর্তাদের হুমকি দেন রহিম উল্যাহ এমপি। সাংসদদের নির্দেশের পর কাজ বন্ধ করে দেন প্রকল্প কর্মকর্তারা। আহত কর্মকর্তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। মারধরের বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
প্রকল্প কো-অর্ডিনেটর রতন বনিক জানান, প্রকল্প এলাকায় ইতেমধ্যে পিলার ফাইলিংয়ের কাজ চলছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত পেলে থানায় অভিযোগ দায়ের করা হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দীপঙ্কর ভৌমিক মুঠোফোনে বলেন, গত বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অতিরিক্ত প্রকৌশলী সোনাগাজীর প্রকল্প এলাকা পরিদর্শন ও কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। গতকাল দুই কর্মকর্তাকে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনাকে তিনি দুঃখজনক বলে অভিহিত করেন।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার মজুমদার জানান, সংসদ সদস্য প্রকল্প এলাকা পরিদর্শনের সময় পুলিশ ফোর্স সাথে ছিল। কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিকেলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সংসদ সদস্য রহিম উল্যাহ কর্মকর্তাদের চড়-থাপ্পড় ও ভিত্তিপ্রস্তরের বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজগুলি নি¤œমানের দেখে সেগুলো বন্ধ করে দিয়েছেন। তবে এ সময় তাঁর সফর সঙ্গীরা কর্মকর্তাদের চড়-থাপ্পড় দিয়েছেন বলে স্বীকার করেন। এসব কাজের বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, এলজিইডি মন্ত্রী, বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় তিনি শতভাগ কাজ আদায় করবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন