স্টাফ রিপোর্টার :
‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১১ জুলাই) ফেনীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুল আলম মজুমদার, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন।
পরিবার-পরিকল্পনা ফেনী সদর কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ফেনীর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলাল উদ্দিন আহমদ, এস এম আবদুল্লাহ আল মামুন, এনজিও সংস্থা ব্রাক ম্যানেজার জয়ন্ত কুমার, শাহাপুর দুঃস্থ মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী ফরিদা ইয়াসমিন, উপ-সহকারী সদর মেডিকেল কর্মকর্তা ফজলুল আজিম, পরিবার-পরিকল্পনা পরিদর্শক মিলটন মালাকার, শারমীন সুলতানা চৌধুরী, পরিবার-পরিকল্পনা সদর সহকারী রাহেলা আক্তার, ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিজের পরিবারকে সুন্দরভাবে পরিচালনার জন্য উন্নত জীবনযাপনের জন্য সুখী-সমৃদ্ধ পরিবার গড়ে তুলতে স্বামী-স্ত্রী মিলে দম্পতিদের এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের পরিকল্পিত পরিবার, ভালভাবে বেঁচে থাকা ও মানবাধিকার সুরক্ষিত হবে। তিনি স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণকে সঠিকভাবে বুঝিয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
শেষে অতিথিবৃন্দ জেলায় শ্রেষ্ঠ উপজেলা, ইউনিয়ন ও স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”