সাহাব উদ্দিন :
আট বছরের শিশু রাফিজা আকতার অসুস্থ হলে তার বাবা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক রাফিজার রক্ত পরিক্ষার জন্য একটি কাগজে লিখে দেন। শিশুর বাবা আবদুল হালিম রক্ত পরীক্ষার জন্য যান ফুলগাজী স্কয়ার হাসপাতালে। কিন্তু মেয়ের রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা যায় রাফিজার ৩২০ টাইফয়েড হয়েছে।
শিশু রাফিজার বাবা আবদুল হালিমের দাবি, তাকে যে রিপোর্ট দিয়েছিলেন সেখানে তার মেয়ের নাম রফিক (৩৮) লেখা ছিলো।
এদিকে রিপোর্ট অনুযায়ী ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফিজাকে টাইফয়েডের ইন্জেকশন দিলে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য রাফিজাকে ফেনীতে নেয়া হয়।
এঘটনায় শিশুর বাবা আবদুল হালিম গত ১২ জুলাই ফুলগাজী স্কয়ার হাসপাতালের মালিক ইয়াছিন সাদেক বিপ্লব ও হাসপাতালের ম্যানেজার মো.মামুন মিয়াকে বিবাদী করে ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদীর লিখিত অভিযোগে জানাযায়, তার মেয়ে রাফিজা আকতারের কোনও টাইফয়েড জ্বর হয়নি। কিন্তু ফুলগাজী স্কয়ার হাসপাতালের কর্তৃপক্ষেরভু লের কারণে তাঁর মেয়ে মৃত্যু শয্যায় ছিলো। তিনি মনে করেন স্কয়ার হাসপাতাল কতৃপক্ষের গাফলতিতে এসব ভুলভাল চিকিৎসা হচ্ছে।
জানতে চাইলে ফুলগাজী স্কয়ার হাসপাতালের ম্যানেজার মো. মামুন মিয়া বলেন, এটা তাদের ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এধরনের আর কোনও ভুল হবেনা এবং তিনি হাসপাতালের পক্ষ থেকে বাদীর নিকট ক্ষমা চাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবির ফুলগাজী স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগের কথা সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ১৪ জুলাই রাতে দুপক্ষের লোকজন থানায় এসে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবেন না বলে বাদীর নিকট ক্ষমা চেয়েছেন।
উল্লেখ, এর আগেও একাধিকবার চিকিৎসা ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে ফুলগাজী স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”