আবু ইউসুফ মিন্টু :
দীর্ঘ ২০ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ফেনী-বিলোনিয়া রেলপথে ফের শুরু হতে চলেছে ট্রেন পরিসেবা। ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের উদ্যোগেই খুব শীঘ্রই থেমে থাকা এই রেলপথে ছুটতে চলেছে ট্রেন। চলতি মাসের (জুলাই) গত সপ্তাহ থেকে ফেনী-বিলোনিয়ায়া রেললাইনের দুইপাশে দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করতে দখলদার তালিকা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত দু’পাশের সকল স্থাপনা নির্মাণকারীর তালিকা ও জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করেছে রেল কর্তৃপক্ষ।
তালিকা তৈরীর সাথে সম্পৃক্ত একজন কর্মকর্তা জানান, রেললাইনের দুপাশের জায়গা চিহ্নিত করা হয়েছে। প্রতিটি স্থাপনার জন্য লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে।
জানা যায় ১৯২৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ফেনী-বিলোনীয়া পথে চালু ছিল ট্রেন চলাচল। ফুলগাজী, নতুন মুন্সিরহাট, পরশুরাম, আনন্দপুর, বন্দুয়ার দৌলতপুর, চিথলিয়া এবং বিলোনীয়া এই স্টেশনগুলি রয়েছে রেলপথে। লোকসানের কারণে ১৯৯৭ সালের দিকে বন্ধ করে দেয়া হয় এই রেলপথ। দীর্ঘ সময় পর আবার এ রেলপথ চালুর উদ্যোগ নিলো ভারত সরকার। ইতোমধ্যে ভারত সরকারের একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেছে রেলপথটি। শুরু হয়েছে সংস্কার কাজ। এ পথ চালুর জন্য সবধরনের অর্থ বরাদ্ধ করবে ভারত সরকার।
এ রেলপথ চালু হলে বাংলাদেশ- ভারত দুদেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের পরশুরামে বাংলাদেশ-ভারত সীমান্তে বিলোনীয়া অংশে স্থলবন্দর রয়েছে। এই রেলপথ পুনরায় চালু হলে যাতায়াতের সুবিধার পাশাপাশি বাংলাদেশ- ভারতের মধ্যে বাণিজ্য বাড়বে। লাভবান হবে দুদেশের ব্যবসায়ীমহল বলে মত উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়িদের।
পরশুরাম সোনালী ব্যাংকের সম্মুখে রেললাইনের উপর নির্মিত অবৈধ স্থাপনায় অবস্থিত পুষ্প কেন্দ্রের স্বত্তাধিকারী মহিউদ্দিন জানান, রেললাইনের লোকজন দোকানে লাল দাগ দিয়ে চিহ্নিত করে গেছেন এবং দোকান ঘর নির্মাণকারীসহ ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন। তারা অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন।
জানা যায় পরশুরাম বাজারের রেললাইনের জায়গা দখল করে বহুতল মার্কেটসহ বড়-ছোট অসংখ্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। রেললাইনের জায়গা জোরপূর্বক দখল করে ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এছাড়াও কয়েকজন নিজের নামে কোন কাগজপত্র না থাকলেও লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন রেলওয়ের জায়গা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









