সোনাগাজী প্রতিনিধি :
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে সোনাগাজী উপজেলার কয়েকটি সরকারী দফতরের কর্মকর্তার দেখা মেলেনি।
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ বেশ কয়েকটি কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে সরকারী সকল দফতরের কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক হলেও অনেক কর্মকর্তাকে কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
শোক দিবসের কর্মসূচিতে যেসব সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন না তারা হলেন, ইউআরসি ইন্সট্রাক্টর তাসলিমা খানম, আঞ্চলিক হাঁস প্রজনন খামারের ব্যবস্থাপক জাহিদ বিন রশিদ আল নাহিয়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার, মৎস্য উৎপাদন ও সম্প্রসারন কেন্দ্রের খামার ব্যবস্থাপক মো. হাছানুল হক, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নুর নবী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহাম্মদ।
বিভিন্ন দপ্তরের অন্য সরকারী কর্মকর্তারা র্যালি, পূষ্পমাল্য অর্পণ শেষে সকাল সাড়ে ৯টার পরে অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহন করেছেন।
সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ জানান, যেসব কর্মকর্তা শোক দিবসের কর্মসূচিতে অংশ নেয়নি তাদের লিখিত জবাব দাবি করেন তিনি। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সদ্য বিদায়ী সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান জানান, আমি শুনেছি কয়েকজন কর্মকর্তা শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহন করেননি। এ ধরনের ঘটনা দু:খজনক। কর্মকর্তাদের উদাসীনতা কোনভাবেই মেনে নেয়ে যায় না। এসব কর্মকর্তার শাস্তি হওয়া উচিত।
সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম যেসর সরকারি কর্মকর্তা শোক দিবসের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন তাদের শাস্তির দাবি করেন। তিনি বলেন, এ বিষয়ে আগামী জেলা সমন্বয় সভায় অভিযোগ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”