স্টাফ রিপোর্টার :
সারাদেশের ন্যায় ফেনীর সোনাগাজীতেও রোববার (২ সেপ্টেম্বর) বেশ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বিরা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশ্ব শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য নৌকা মার্কায় ভোট দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীস চন্দ্র শীলের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের পূণ্যতিথি জন্মাষ্টমীর আলোচনা সভায় বক্তারা অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সংগঠনের সাধারন সম্পাদক সমর দাসের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমল চন্দ্র শীল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার, জেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমর দেবনাথ।
বক্তব্য দেন- বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইছহাক খোকন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতি চন্দ্র বড়–য়া, সাধারন সম্পাদক দুলাল মজুমদার, জেলা যুবলীগের সদস্য বিদ্যুৎ মহাজন।
সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলার কেন্দ্রিয় মন্দিরে গিয়ে শেষ হয়। বক্তারা- দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আর্বিভুত হন। আসুরিক শক্তিকে দমন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”