পরশুরাম প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন, পরশুরাম সীমান্তবর্তী একটি ছোট্ট উপজেলা। এ উপজেলায় কর্মরত প্রশাসনিক কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিতভাবে সামাজিক ব্যাধি, মাদক ও বাল্য বিবাহমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও আদর্শ উপজেলা হিসেবে গড়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে। আগামী এক বছরের মধ্যে পরশুরাম উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করতে সকলে কাজ করুন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি নিজেদেরকে সচেতন হতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য-সেবা ও উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। যেখানে অন্যায়, দুর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার পরশুরাম উপজেলায় শেখ কামাল অডিটরিয়ামে আয়োজিত বাল্যবিবাহ নিরোধ ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক ড. জোহরা সুলতানা, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।
এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ন শাহরিয়ার, বিআরডিবির চেয়ারম্যান মো. ইয়াছিন শরীফ মজুমদার প্রমুখ।
একইদিন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান পরশুরাম বালিকা বিদ্যালয়ে দুর্ণীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাপ্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পরশুরাম উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক ও উপজেলা ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









