শহর প্রতিনিধি :
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ১০ ছাত্রলীগ নেতা কর্মীর ভর্তি বাতিল করা হয়েছে। একইসাথে তাদের দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো: আক্তার উজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৭ম পর্বের ইনস্টিটিউট ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-আহবায়ক ১৫-১৬ শিক্ষাবর্ষের পাওয়ার ৭ম পর্বের ১ম শিফটের জাহিদুল ইসলামকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও কম্পিউটার ৭ম পর্বের ১ম শিফটের নাঈমুল হাসানকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বদলী করা হয়। একই আদেশে পাওয়ার ৭ম পর্বের ২য় শিফটের মো: সোলাইমানকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, পাওয়ার ৭ম পর্বের ২য় শিফটের মো: ইসমাইল হোসেন কে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ১৬-১৭ শিক্ষাবর্ষের এআইডিটি ৫ম পর্বের ২য় শিফটের মো: জাহিদুল ইসলামকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, মেকানিক্যাল ৫ম পর্বের ১ম শিফটের মো: মাহফজুল ইসলামকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট।
মেকানিক্যাল ৫ম পর্বের ২য় শিফটের মো: শিহাব উদ্দিনকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, কম্পিউটার ৫ম পর্বের ২য় শিফটের মো: শাখাওয়াত হোসেনকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ১৫-১৬ শিক্ষা বর্ষের পাওয়ার ৭ম পর্বের ২য় শিফটের মো: তোফায়েল হোসেনকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এবং একই শিক্ষাবর্ষের পাওয়ার ৭ম পর্বের ১ম শিফটের মো: ইউসুফ নবীকে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বদলী করা হয়।
এদিকে ক্যাম্পাসে নিরাপত্তাহীন দাবী করে গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার সিভিল ৫ম পর্বের রাকিবুল ইসলাম তাজবীদ ও হাসিবুল ইসলাম শান্ত অন্যত্র বদলী হতে ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর সদ্য বিলুপ্ত ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জাহেদুল ইসলাম জয় ও নাঈমুল ইসলাম গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হয়। ঘটনার পরদিন ১৮ সেপ্টেম্বর শ্রেনী কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে বেশ কয়েকদফা দু’গ্রুপে সংঘর্ষ হয়। ঘটনার প্রেক্ষিতে পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়।
ফেনী পলিটেকনিক ইনস্টিউটের অধ্যক্ষ মোহাম্মদ মহিদুর রহমান জানান, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”