স্টাফ রিপোর্টার :
ফেনীতে রেলওয়ে স্টেশন সংলগ্ন ২ একর জায়গা একটি প্রভাবশালী ভূমিদস্যূ চক্র জবরদখলের অংশ হিসেবে রেলওয়ের পরিত্যাক্ত পুকুর ও কবরস্থানে মাটি ভরাট করে চারপাশে ইটের বাউন্ডারী ওয়াল নির্মাণ করে গত তিনমাস আগে। ওই জবর দখলকৃত স্থাপনা বুধবার গুড়িয়ে দিলেন এলাকার বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ একত্রিত হয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রেলওয়ের পরিত্যাক্ত প্রায় ২শ শতক জায়গা দীর্ঘদিন যাবত স্থানীয় বাসিন্দারা লিজ নিয়ে ভোগ দখল করে আসছিল। স্থানীয়দের মধ্যে আবদুল আহাদ পাটোয়ারী ১.৫৫ একর ভূমি ইজারা নিয়ে মাছ চাষ করছেন। এছাড়া নুরুল হক, নুরুল আমিন, আবদুল হক, ফিরোজ মিয়া, নবাব আলী, ওহাব আলী, মানিক গংসহ আরো অনেকে ইজারা নিয়ে ভোগ দখলের মাধ্যমে উপার্জন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু মাস তিনেক আগে একটি প্রভাবশালী ভূমিদস্যূ চক্র জবরদখলের অংশ হিসেবে রেলওয়ের পরিত্যাক্ত পুকুর ও কবরস্থানে মাটি ভরাট করে চারপাশে ইটের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করে এসময় এলাকাবাসী বাঁধা দিলে প্রভাবশালী মহল তাদেরকে মামলা হামলা ও পুলিশ দিয়ে হয়রানী করার ভয় দেখায়। এনিয়ে এলাকাবাসী ক্ষুদ্ব হয়ে উঠলেও তারা ছিল অসহায়। অবশেষে গতকাল বুধবার সকালে বিভিন্ন বয়সী শত শত নারী পুরুষ একত্রিত হয়ে ভূমিদস্যূ চক্রের জবরদখলকৃত জায়গায় নির্মাণ করা বাউন্ডারী ওয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় প্রবীন বাসিন্দা আবদুল হক জানান, রেলওয়ের পরিত্যাক্ত এই জায়গাটি দীর্ঘদিন এলাকাবাসী ভোগ করে আসছিল। মাস কয়েক আগে প্রভাবশালী ভূমিদস্যূ চক্র কয়েক শ কোটি টাকা মূল্যের এই সম্পত্তিতে কুদৃষ্টি পড়ে। তারা এটি বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করে জবর দখল করে নেয়। এবিষয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়।
স্থানীয় আবদুল গফুর জানান, রেলওয়ের পুকুরের পাড়ে স্থানীয় ও অজ্ঞাতনামা লাশের কবর দেওয়া হতো। কিন্তু ভূমিদস্যুরা কবরস্থানের জায়গাটিও মাটি ভরাট করে দখল করে নেয়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ ফেলে ব্যবস্থা নেব।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









