সুরঞ্জিত নাগ :
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেছেন, ১৬ কোটি মানুষের বাংলাদেশে বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে ৪০-৬০ লাখ মানুষ মাদকাসক্ত। এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি একটি ভয়াবহ দিক। তাই মাদকের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করছেন। তিনি বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে। সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে উল্লেখ করেছেন আগামীতে ক্ষমতায় আসলে জঙ্গিবাদের মতো একই কায়দায় মাদককেও নির্মূল করা হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোর ও শাস্তিমূলক করতে সরকার সচেষ্ট রয়েছে। মাদক ব্যবসায়ের জন্য অর্থলগ্নকারী, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং মাদকসেবনকারী প্রমাণিত ব্যক্তিকে সরকারি চাকুরিতে নেয়া হবে। মন্ত্রিপরিষদের আগামী সভায় মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনকে আরো কঠোর করে পাশ করা হবে।
‘উন্নয়নের পূর্বশর্ত দেশ হতে হবে মাদকমুক্ত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ অক্টোবর) ফেনীর পিটি আই মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব এহসান এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মো. মনিরুজ্জামান ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর।
জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে ফেনীর পিটি আই মাঠে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সারাদেশের সাথে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বেলুন ও পতাকা উড়িয়ে ফেনীতে উন্নয়ন মেলা উদ্বোধন করেন। শেষে গত ১০ বছরে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন তুলে ধরে মেলায় বসা ৮২টি স্টল ঘুরে দেখেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”