স্টাফ রিপোর্টার :
ভূমিদস্যূর মারধর ও অত্যাচারে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানো অসহায় সাহাব উদ্দিন অবশেষে বুধবার বিকেলে তাঁর নিজ বসতঘরে ফিরেছেন। ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার নির্দেশে সোনাগাজী মডেল থানা পুলিশ ও সাংবাদিকদের সহায়তায় তিনি নিরাপদে ঘরে ফিরেন।
সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ভূমিদস্যূর মারধর ও অত্যাচারে বাড়ি ছেড়ে ফেনীতে ভাড়াবাসায় মানবেতর জীবনযাপন করে আসছিল ভূমি মালিক শেখ মোঃ সাহাব উদ্দিন চৌধুরী। বাড়ি থেকে বিতাড়িত হয়ে তিন বছর ধরে বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। কোথায়ও তিনি পাননি সুবিচার। এ বিষয়ে গত ৩১ অক্টোবর দৈনিক অজেয় বাংলা ‘ভূমিদস্যুর অত্যাচারে তিন বছর ধরে বাড়িছাড়া সোনাগাজীর অসহায় সাহাব উদ্দিন’ শিরোনামে একটি তথ্যনির্ভর সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি পুলিশ সুপারসহ প্রশাসনের দৃষ্টিগোচর হয়। ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ভিকটিম সাহাব উদ্দিনের সকল কথা শোনে সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) কে সুষ্ঠু সমাধানের জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অবশেষে গতকাল বুধবার সরেজমিনে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ভিটে মাটি হারা সাহাব দীর্ঘ তিন বছর পর নিজ গৃহে ফিরে যান।
ভিকটিম সাহাব উদ্দিন তাঁর বসতঘর তিন বছর পর ফিরে পাওয়ায় অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, মানবিক পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি হকার্স সম্পাদক নুরুল করিম মজুমদারকে মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবু আসাদ শেখ শহিদ চৌধুরীর পুত্র শেখ মোঃ সাহাব উদ্দিন চৌধুরী ও শেখ মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী পৈত্রিক সূত্রে ছাড়াইতকান্দি মৌজার ১৫৮৫ খতিয়ানের ২০২০ দাগের ওয়ারিশ ও ক্রয়সূত্রে মোট ২৯ শতাংশ ভ’মির মালিক ও দখলকার। বিগত ৯-১১-২০১৫ তারিখ রাতে সন্ত্রাসী এবং ভূমি দস্যূ মাইন উদ্দিন ও তার ভাই সালাহ উদ্দিনসহ কতিপয় সন্ত্রাসী অর্তকিতে সাহাব উদ্দিনের বসত ঘরে হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। এ সময় সন্ত্রাসীরা বসত ঘর গোয়াল ঘর, রান্ন ঘর ভাংচুর ও লুটপাট করে । তার ঘরের ফ্রিজ, মাইক্রোওভেন, পানির ফিল্টার, নগদ টাকা ও স্বর্ণলংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে আহত অবস্থায় সাহাব উদ্দিনকে বাড়ি থেকে বিতাড়িত করে। হামলার পর থেকে সাহাব উদ্দিন গত ৩ বছর প্রাণের ভয়ে এলাকায় যেতে পারছিলেন না।
সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত ) মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের মহোদয়ের নির্দেশে অসহায় সাহাব উদ্দিনকে তাঁর বসতঘরে ফিরে যাওয়ার সহায়তা করার সত্যতা নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”