বিশেষ প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ফেনীর তিনটি আসনেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রত্যাশীরা। শনিবার রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডিস্থ দলীয় কার্যালয় হতে গত শুক্র ও শনিবার দুদিনে ফেনীর তিনটি আসনে ২৭জন ২৯টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে আলোচিত সংসদ সদস্য সাবেক আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারী ফেনীর তিনটি আসনেই মনোনয়ন চেয়ে দলীয় ফরম জমা দেন। আজ রোববার পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে বলে দলীয় সূত্র জানায়।
এদিকে বিএনপি নির্বাচন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিলেও শনিবার রাতে দলের স্থায়ী কমিটি, ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সাথে বৈঠক করে আগামী দুইদিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।
ফেনীর তিনটি আসনে আওয়ামী লীগের যাঁরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তাঁরা হলেন- ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারী, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াজি উল্যাহ ভূঁঞার ছেলে আবদুল কাদের ভূঁঞা, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মতিন, সাইফুল্লাহ বাহার ও আবদুল্লাহ আল মাহমুদ রাসেল।
ফেনী-২ (সদর) আসনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারী, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আজহারুল হক আরজু, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য সাবেক যুবলীগ নেতা কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক আলমগীর ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন নাসির।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে আলোচিত সেনা কর্মকর্তা জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, আলোচিত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাবেক ছাত্রলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম শাহজাহান সাজু, জাপান আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ভুট্টো, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেত্রী শমী কায়সার, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ও সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান উল্লেখিতদের দলীয় মনোনয়ন সংগ্রহের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত; নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৯ নভেম্বর। যাচাই-বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর ও ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বর।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”