বিশেষ প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুন:তফসিল ঘোষণার পরপরই ফেনীর তিনটি আসনেই বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রত্যাশীরা। সোমবার রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, রাজধানীল নয়াপল্টনস্থ বিএনপি দলীয় কেন্দ্রীয় কার্যালয় হতে প্রথমদিনেই ফেনীর তিনটি আসনে ২৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে বলে দলীয় একটি সূত্র জানায়।
এদিকে দলের স্থায়ী কমিটি, ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের সাথে বৈঠক শেষে বিএনপি নির্বাচনে অংশগ্রহণে সিদ্ধান্ত নেয়ার পরপরই সম্ভাব্য দলীয় মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ভিড় জমায়। দীর্ঘদিন পর মিছিল-স্লোগান ও নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে পল্টনে। মামলা-হামলায় কাবু ঝিমিয়ে পড়া দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনমুখী হওয়ায় নেতাকর্মীরা সরব হয়ে উঠছে।
ফেনীর তিনটি আসনে বিএনপি থেকে যাঁরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তাঁরা হলেন- ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়ার পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়াও ওয়াহিদুল্লাহ মজুমদার, হেফাজত উদ্দিনসহ মোট ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
ফেনী-২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন (ভিপি), সাবেক মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিস্টার, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি জেলা বিএনপির প্রচার সম্পাদক কারাবন্দী গাজী হাবিবুল্যাহ মানিকের পক্ষে নেতাকর্মীরা ও নুর নবী ভূঁঞা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু, মহিলা দলনেত্রী অ্যাডভোকেট সাহানা আক্তার শানু, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, দাগনভূঞা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সোলায়মান ভূঁইয়া, বিগ্রেডিয়ার (অব.) নাসির উদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম দুলালসহ ১১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিএনপির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক বেলাল আহমেদ সোমবার সকাল থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম আগামী ১৬ নভেম্বর পর্যন্ত নির্ধারণের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমদিনেই ফেনীর তিনটি আসনে ২৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত; নির্বাচন কমিশনের পুনঃ ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ০২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ০৯ ডিসেম্বর।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”