আবু ইউসুফ মিন্টু :
ফেনীর পরশুরামে দেশের ১৭তম বিলোনিয়া স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য জমি অধিগ্রহনের স্থান চূড়ান্ত করতে সোমবার (১২ নভেম্বর) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তার, সার্ভেয়ার কবির হোসেন, পৌর তহসিলদার মহি উদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ-ভারতে আমদানী-রপ্তানি জোরদার করতে সড়ক নির্মাণ ও বন্দরের অবকাঠামো নির্মাণের জন্য স্থান চূড়ান্ত করতে অতিরিক্ত সচিব আনিছুর রহমানের নেতৃত্বে কর্মকর্তারা পরিদর্শন করেন। পূর্বে জমি অধিগ্রহণে নির্ধারিত স্থানে বেশকিছু বসতঘর-বাড়ি ছিল। তাই আগের (বিজিবির ক্যাম্পের পূর্ব-দক্ষিণ কোণে) চিহ্নিত জায়গায় ভূমি কর্মকর্তারা লাল পতাকা দিতে গেলে স্থানীয়দের বাধার মুখে সরে আসেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বসতঘর রক্ষা করতে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুনভাবে স্থান নির্ধারণ ও পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সোমবার কর্মকর্তারা বন্দর সংলগ্ন কাষ্টমস্ ল্যান্ড অফিসের পূর্ব দিকে ১০ একর জায়গা চূড়ান্ত করতে পরিদর্শন করেন। এ সময় প্রশাসনিক কর্মকর্তারা স্থানীয় জমির মালিকদের সাথে কথা বলে নতুন নির্ধারিত স্থানে বিষয়ে ঐক্যমতে আসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তার জানান, উন্নয়ন কর্মকান্ডের জন্য নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব আনিছুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। তিনি জানান, স্থলবন্দরের জন্য বর্তমানে ১০ একর জমি বিলোনিয়া মৌজায় অধিগ্রহনের পরিকল্পনা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তার জানান, উন্নয়ন কর্মকান্ডের জন্য নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব আনিছুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। তিনি জানান, স্থলবন্দরের জন্য বর্তমানে ১০ একর জমি বিলোনিয়া মৌজায় অধিগ্রহনের পরিকল্পনা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিম স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের জন্য নতুনভাবে জায়গা নির্ধারণে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, দু-একদিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করা হবে।
ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেন, স্থানীয়দের বসতঘর ও বাড়ি রক্ষার দাবি উঠলে তিনি জেলা প্রশাসনকে বিষয়টি সুরাহা করার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করে সমাধানের জন্য নতুনভাবে স্থান নির্ধারণের সিদ্ধান্ত হয়। এতে প্রমাণিত হয় যে, বর্তমান সরকার জনগণের সরকার ও জনগণের স্বার্থ-সুরক্ষায় কাজ করছে। বিলোনিয়া স্থলবন্দর আধুনিকায়ন হলে উভয় দেশের বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার আরো প্রসারিত হবে।
প্রসঙ্গত; বিলোনিয়া স্থল বন্দরে অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থবরাদ্ধ হলেও জমি অধিগ্রহন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে থমকে যায় স্থল বন্দরের উন্নয়ন প্রকল্পের কাজ। চলতি বছরের শুরুতে নৌ-পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান বিলোনিয়া স্থলবন্দর অবকাঠামো উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। বিগত ২০০৯ সালে ৪ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিলোনিয়া স্থলবন্দর চালু হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









