স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার ফেনী পৌরসভাস্থ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান ও ফেনী-৩ (দাগনভূঞা, সোনাগাজী) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
নিজাম উদ্দিন হাজারী এমপি তাঁর বক্তব্যে বলেন- ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে যাঁদেরকে মনোনয়ন দিয়েছে তাঁদের বিজয় নিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কারো সাথে বেঈমানি নয়, ফেনীর তিনটি আসনেই মহাজোটের পক্ষে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। বিগত ১০ বছরে ফেনীতে যে উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে তার ধারা অব্যাহত রাখতেও দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, দপ্তর সম্পাদক শহীদ উল্যাহ খোন্দকার, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; ফেনীর তিনটি আসনে মহাজোট থেকে প্রার্থী হিসেবে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-২ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”