** আওয়ামী লীগ-১, বিএনপি-৭, জাসদ-১, জাতীয়পার্টি-১, অন্যান্য দলের ও স্বতন্ত্র-২৪ **
বিশেষ প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীর তিনটি আসনে দুই জোটসহ বিভিন্ন দলের ৩৪জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন বুধবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। জামদানকারী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১ জন, বিএনপির ৭জন, জাসদের ১ জন, জাতীয় পার্টির ১ জন এবং অন্যান্য দলের ও স্বতন্ত্র ২৪ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ফেনীর তিনটি আসনে ৩৪জনের মনোনয়নপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২ ডিসেম্বর সকাল থেকে প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে তিনটি আসনের মনোনয়নপত্রসমূহ বাছাই প্রক্রিয়া শুরু হবে।
ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের জন্য যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের মধ্যে বিএনপির কারারুদ্ধ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও রয়েছেন। এ দলের বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর (দক্ষিন) যুবদলের সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মহাজোটের পক্ষে জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার ও জেলা আওয়ামী লীগের সদস্য ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ আসনে অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনএফ’র শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলন কাজী গোলাম কিবরিয়া, খেলাফত আন্দোলন আনোয়ার উল্লাহ ভূঞা, জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এটিএম গোলাম মাওলা চৌধুরী, ইসলামী ফ্রন্ট কাজী মাওলানা নুরুল আলম, বাংলাদেশ মুসলিম লীগ তারেকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, আবুল বাশার চৌধুরী।
ফেনী-২ সদর আসনে জেলা আওয়ামী লীগের সাধরেণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন ভিপি। বিকল্প প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহম্মদ মিস্টার। এছাড়া ইসলামী আন্দোলনের নুরুল করিম বেলালী, স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন ও নজরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি ও দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, বর্তমান সাংসদ সৌদি আরব আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র হিসেবে হাজী রহিম উল্যাহ, মহাজোট থেকে মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ সৈকত, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাসদের হারাধন চক্রবর্তী, বিএনএফ শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক। এছাড়া স্বতন্ত্র হিসেবে হাসান আহম্মদ, গোলাম হোসেন, মো. মাঈন উদ্দিন ও আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”