স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনসহ ১১জনের মনোনয়নপত্র চূড়ান্ত ঘোষণা করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা রোববার (২ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনিসহ তিন জনের মনোনয়ন বাতিলের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের সময় নির্ধারণ করা হয়েছে।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে- তাঁরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, স্বতন্ত্র প্রার্থী হাসান আহম্মদ ও আনোয়ারুল কবির।
যে ১১জনের মনোনয়নপত্র চূড়ান্ত ঘোষণা করেছেন তাঁরা হলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ও দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, বর্তমান সাংসদ সৌদি আরব আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র হিসেবে হাজী রহিম উল্যাহ, স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আবুল বাশার ও তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ সৈকত, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ, বাসদের হারাধন চক্রবর্তী, বিএনএফ শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক। এছাড়া গোলাম হোসেন ও মো. মাঈন উদ্দিন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি ঋণ খেলাপি হওয়ায় তাঁর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বাতিল ঘোষণা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”