স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল বলে জানিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। রোববার (২ ডিসেম্বর) বিকেলে যাচাই-বাছাই শেষে ২৭ জনের মনোনয়ন বৈধ ও বাকী ৭ জনের মনোনয়ন বাতিলের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
জেলা রিটার্নিং কমকর্তা যাচাই-বাছাইকালে জানান, ফেনী-১ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। সম্প্রতি বিচারিক (নিম্ন) আদালতে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে আপিলে বিচারাধীন অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে আদেশ দেন উচ্চ আদালত। এ আদেশের প্রেক্ষিতেই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহাম্মদ মজুমদার বিএনপির প্রার্থী উল্লেখ করা করলেও দলীয় মনোনয়নের কপি জমা না দেয়ায় তারটাও বাতিল করা হয়। ভুয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ভোটার আইডি কার্ড জমা দেয়ায় এ আসনে অপর দুই স্বতন্ত্র প্রার্থী আবুল বশর চৌধুরী ও মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অপরদিকে ফেনী-৩ আসনে ঋন খেলাপীর অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির। তিনি সোনালী ব্যাংকের একই শাখা থেকে দুটি প্রতিষ্ঠানের নামে ২১ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে জমা দেননি। যা সুদে-আসলে আরো বেশি বেড়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সোনালী ব্যাংকের আইনজীবী নুরুল আমিন খান আপত্তি জানান।
একই আসনে হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র হিসেবে আনোয়ারুল কবির প্রকাশ রিন্টু আনোয়ার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের কপি ও আইডি কার্ড জমা দেননি। একই অভিযোগে অপর স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহম্মদেরও মনোনয়নপত্র বাতিল করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে অংশ নিতে দুই জোটসহ ৩৪ প্রার্থী মনোনয়ন জমা দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”