ছাগলনাইয়া প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে অতীতে সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে ছাগলনাইয়া জমাদ্দার বাজারে নৌকা মার্কার সমর্থনে বিশাল মিছিল শেষে সমাবেশে বক্তারা একথা বলেন।
শিরীন আখতার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ রয়েছে দাবি করে তিনি বলেন, জনগণ যাদের ভোট দিবে সেই বিজয়ী হবে । কোন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ করে নির্বাচনী পরিবেশ যেন নষ্ট করতে না পারে সবার প্রতি আহবান জানিয়েছেন তিনি ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফেনী-১ আসনে নির্বাচনী সমন্বয়ক খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মোহাম্মদ মোস্তফা।
নৌকা মার্কার সমর্থনে মিছিল ও নির্বাচনী সমাবেশে অংশ নেন ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, শ্রমিক লীগের সভাপতি জালাল আহম্মদ ,সাধারণ সম্পাদক বেলাল মেম্বার, কৃষক লীগের সভাপতি মনির আহম্মদ, সাধারণ সম্পাদক আবদুল হাই ভূইয়া, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, সদস্য কফিল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”