স্টাফ রিপোর্টার :
পৌষের শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও ফেনী পৌরসভার ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে নৌকা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
জনসভায় এক পর্যায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাড়তে থাকলেও নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর বক্তব্য উপস্থিত দলীয় নেতাকর্মী, সর্বস্তরের মানুষ ও বাসা-বাড়িতে থাকা বিভিন্ন লোকজন ছাদে ও বারান্দায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন। তিনি বলেন, ফেনীর উন্নয়নের তিনি কোন কার্পণ্য করেননি। দল মত নির্বিশেষে ফেনীর প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি এলাকায় উন্নয়ন করেছেন। সহবস্থানের রাজনীতি ও ফেনীসহ সারাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বশেষ ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান ভোটারদের।
ফেনী পৌসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান, পিপি এডভোকেট হাফেজ আহম্মদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবীর শামীম ও সাধারণ সম্পাদক আবদুল করিম। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধক্ষ হাজী ওবায়দুল হক, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মানিক ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, রাশেদুল হক হাজারী, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শম্ভু বৈষ্ণব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন ছুট্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, যুগ্ম-সম্পাদক এম.এ আজাদ, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টার ও সাজ্জাদ হোসেন রাজন, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিঠু, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গণি পলাশ, সাধারণ সম্পাদক আবুল মনছুর নয়ন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম রুবেলসহ আওয়ামী লীগ, মহিলা আওয়মী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”