আবু ইউসুফ মিন্টু :
পরশুরাম উপজেলায় বিভিন্ন স্থানে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিফুল আলম মজনু (ধানের শীষ) প্রতীকের নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন দুই দলের পক্ষ থেকে। এই ঘটনায় আহত হয়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. ইয়াছিন আরাফাত রুবেলকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার উপর হামলার প্রতিবাদে বিএনপিকে দায়ী করে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ গতকাল বুধবার সন্ধ্যায় পরশুরাম বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।
অপরদিকে বিএনপি প্রার্থী রকিফুল আলম মজনুর (ধানের শীষ) প্রতীকের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বুধবার সকাল থেকে পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা করেছে এবং বিভিন্ন স্থানে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন জানান, গতকাল বুধবার দুপুরে বিএনপি প্রার্থী রকিফুল আলম মজনুকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতকর্মীরা শালধর বাজারে মিছিল বের করলে স্থানীয় ছাত্রলীগ সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এতে পরশুরাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুল্যাহ মানিক এবং চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের ছানু আহত হয়েছে।
অপরদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এয়াছিন শরীফ মজুমদার অভিযোগ করেছেন, বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক গুরতর আহত হয়েছে তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে যুবলীগ ছাত্রলীগ পরশুরাম বাজারের প্রতিবাদ সভা ও মিছিল করেছে।
অপরদিকে বুধবার দুপুর থেকে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে আতজ বাজি ফুটানোর ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী রকিফুল আলম মজনু (ধানের শীষ) প্রতীকের নির্বাচনী গাড়ী বহর সুবার প্রচারনা পথ সভা শেষে পরশুরাম ডাকবাংলা দিয়ে জিএম হাট দিকে চলে যায়। বুধবার বিকেল থেকে সরকার সমর্থকরা পরশুরাম বাজারের হাসপাতাল মোড়ে অবস্থান নিতে দেখা যায়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের লিটন অভিযোগ করেছেন সুবার বাজার, পশ্চিম সাহেব নগর এবং শালধর বাজারে প্রচারের গাড়ী বহরে বাধার সম্মুখীন হয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









