স্টাফ রিপোর্টার :
নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রার্থী ও ভোটারদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নৌকার পক্ষে শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে দুই শতাধিক বাইসাইকেলের অংশগ্রহণে র্যালি করা হয়। র্যালিটি সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর, বালিগাঁও, আফতাববিবি, ধোনসাহাদ্দাসহ প্রায় ১৫ কিলোমিটার এলাকায় নৌকার প্রচারণা চালায়। এর আগেও ওই ইউনিয়নে নির্বাচনী জনসভা ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সহযোগিতায় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলুর নেতৃত্বে ঘড়ির কাঁটা যখন বিকেল ৩টায় ছুঁই ছুঁই তখন সুন্দরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে হলুদ টি-শার্ট পরিহিত সারিবদ্ধ দুই শতাধিক সাইকেল আরোহী ‘জিতবে আবার নৌকা’ ও ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে শ্লোগানে বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর, বালিগাঁও, আফতাববিবি, ধোনসাহাদ্দাসহ প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সূর্য ডোবা পর্যন্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়ায়। হঠাৎ করেই সবার নজরে আসে একটি সাইকেল র্যালি। প্রায় একই ধরনের সাজে দুইশতাধিক বাইসাইকেল চালক। তাদের দেখে কৌতুহল বাড়ে রাস্তার পাশে থাকা দোকানি ও পথচারীদের।
সাইকেল র্যালিটি সাধারণ ভোটারদের মাঝে বেশ নজর কেড়েছে। র্যালিকে ঘিরে এ ধরনের ব্যতিক্রমী প্রচারণায় গ্রামের লোকজন নানারকম মুখরোচক কথাবার্তায় মেতে ওঠেন।
ফেনী জেলা পরিষদের সদস্য ও বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রতীক বরাদ্ধের পর থেকে বালিগাঁও ইউনয়নের ৯টি ওয়ার্ডে নৌকার পক্ষে রাস্তার মোড়ে মোড়ে প্রায় ৩০টি স্থানে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মাইক বাজানো হচ্ছে। এছাড়াও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে দলীয় নেতাকর্মীরা। পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে গ্রামীণ হাট-বাজারগুলো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”