স্টাফ রিপোর্টার :
ফেনীর দাগনভূঞা আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে ফেনী-৩ আসনের মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের দুটি ওয়াদা ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং গ্রামের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন। সে ওয়াদা বিগত সময়ে পালন করা হয়েছে। এবার দুটি ওয়াদা দিচ্ছে- শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার আবারও ক্ষমতায় এলে প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান এবং প্রতি পরিবারে একজন বেকার যুবককে চাকুরি দেওয়া হবে। আর বিএনপি কথার লোক, তারা কাজ করে না, তারা বাঙ্গালকে হাইকোর্ট দেখায়। আওয়ামী লীগ হচ্ছে-কাজের লোক। যা বলে-তাই করে। যারা আপনাদের জন্য কাজ করে তাদেরকে ভোট দিতে হবে।
সভায় বিপুলসংখ্যক মহিলা ও তরুন ভোটারদের উপস্থিতি দেখে তিনি বলেন, দাগনভূঞায় এত নারীর উপস্থিতি আমি অতীতে কখনো দেখিনি। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদু, আওয়ামী লীগের নৌকার পক্ষে এখন সারাদেশে গণজোয়ার বইছে। এটি শেখ হাসিনার ম্যাজিক। একাদশ সংসদ নির্বাচনে মহিলা ও তরুনরাই মহাজোটকে বিজয়ী করবে।
বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নেমেছে। তাঁরা কোন দলের কিংবা পক্ষের নয়। সুতরাং কেউ উল্লসিত ও উচ্ছসিত হওয়ার কোন কারণ নেই। এ বাহিনীকে প্রশ্নবিদ্ধ কিংবা বিতর্কিত করে এমন বক্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিরপেক্ষ-গ্রহনযোগ্য নির্বাচনে সিভিল প্রশাসনকে সহযোগীতায় সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশসহ বিভিন সরকারি সংস্থাকে বিতর্কিত করেছেন-সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে বিশৃংখলা করার জন্য কারো কারো ওই দিন ভোরে মসজিদে বসে প্রস্তুতি নিতে পারে বলে আভাস আছে। তাই নির্বাচনে যাতে কোন অশুভ শক্তি প্রভাব ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মন্ত্রী বলেন, নেতারা এক হলে কর্মীরাও এক থাকেন। দাগনভূঞায় সব নেতারা এক মঞ্চে উঠেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নের স্বার্থে মহাজোটের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জেতানোর আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল হক রবি, উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, মার্কেন্টাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, ফেনীর সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান সাজু, জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, রাজাপুর ইউপি চেয়ারম্যান আ ন ম কাসেদুল হক বাবর, পূর্বচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, ফুলগাজীর আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”