স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলানইয়া) আসনে ১৪ দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের সমর্থনে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে এক নির্বাচনী জনসভা পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ ও প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা, ফেনী ১ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী শিরীন আখতার।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক-উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরিফ মজুমদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাদ বিন কাদের।
এ সময় উপস্থিত ছিলেন-দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মো. আলমগীর, মির্জানগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ভুজ্জা, বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি চট্রগ্রাম বিভাগের বিভাগীয় সমন্বয়কারী সাদ বিন কাদের, জেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদুল হক হাজারী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, গত পাঁচ বছরে পরশুরামসহ ফেনী জেলার জেলার সর্বত্র শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করেছে।
শিরীন আখতার ফেনী-বিলোনীয়া রেলপথ পুনঃস্থাপন, বিলোনীয়া স্থলবন্দরকে পূর্নাঙ্গ বন্দর এবং বন্দরের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
শিরীন আখতার এমপি বলেন- দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের শান্তি দিয়েছে শেখ হাসিনা, তাই তাকে আবারো ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তরুণ ও নারী ভোটারসহ সকলকে শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, পরশুরামের মানুষ শান্তিতে থাকতে চায়, বিএনপিসহ সবাইকে নিয়ে অতীতের মত সহঅবস্থান থাকবে। নৌকায় ভোট দিলে সেটা শেখ হাসিনা পাবেন। এলাকাবাসী পাবেন উন্নয়ন। এলাকায় উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা মার্কায় শিরীন আখতারকে ভোট দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









