সুরঞ্জিত নাগ :
ফেনীতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে বেকারত্ব দূর করা হবে। জননেত্রী শেখ হাসিনা ১০০টি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছেন। এসব অঞ্চলে নতুন নতুন ছোট-বড়, মাঝারি বিভিন্ন ধরনের শিল্প-কারখানা স্থাপিত হবে। দেশের পাশাপাশি বিদেশী উদ্যোক্তারাও বিনিয়োগ করবে। এর মাধ্যমের দেশের বেকারত্ব দূর হবে এবং দেশে উৎপাদিত পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মূদ্রা অর্জিত হবে।
তিনি বলেন, শিল্পোন্নয়নের মাধ্যমে দেশকে অগ্রগতির দিকে উন্নীত করা হবে। জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারে ঘোষণা অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তর করা হবে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এ উন্নয়নের সূচক ধরে রাখতে হবে ২০২৪ সাল পর্যন্ত। এটি ধরে রাখতে পারলে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছতে পারবে।
আজ শুক্রবার দুপুরে ফেনীর পরশুরামে নিজ কালিকাপুর গ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের আগমণ উপলক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা ও সর্বস্তরের লোকজন ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রী তাঁর বাড়ির সামনে জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে পিতা উপমহাদেশের প্রখ্যাত আলেম আলহাজ নূর মোস্তফা মজুমদার, মাতা আলহাজ্ব দেলবাহার বেগমের কবর জেয়ারত ও তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, প্রবীণ রাজনৈতিক নেতা আবদুল মমিন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার মিরপুর হতে সংসদ সদস্য নির্বাচিত হন।শিল্প প্রতিমন্ত্রী ঢাকার মিরপুর হতে এ নিয়ে চারবার সাংসদ নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”