স্টাফ রিপোর্টার :
ফেনীতে ৪৫ কোটি ব্যয়ে একটি আঞ্চলিক কার্যালয়, ৩টি বিদ্যুৎ উপকেন্দ্র ও একটি ইউনিয়নের শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। আজ রোববার পৃথকভাবে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন চৌধুরী।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ২০ কোটি টাকা ব্যয়ে দাগনভূঁঞা পৌরসভার গণিপুর বাজার সংলগ্ন দাগনভূঁঞা জোনাল অফিস ও ১০এমভিএ এর একটি বিদ্যুৎ উপকেন্দ্র, উপজেলার লতিফপুরে ১০ কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং সোনাগাজী উপজেলার সুয়াখালীতে ১০ কোটি টাকা ব্যয়ে আরেকটি ১০এমভিএ এর বিদ্যুৎ উপকেন্দ্র। এছাড়া আজ বিকেলে একই উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে ৫ কোটি টাকা ব্যয়ে প্রায় দেড় হাজার পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন চৌধুরী বলেন, এক সময় বিদ্যুতের জন্য দেশে হাহাকার ছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর বিদ্যুৎ সেক্টরে সু-বাতাস বইতে শুরু করে। তাঁর দৃঢ় নেতৃত্বে অত্যন্ত নাজুক এই বিদ্যুৎ সেক্টরে অভাবনীয় উন্নয়নের ছোঁয়া লাগে। ২০১৮ সালের মধ্যে সারাদেশ বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। কোন মানুষই বিদ্যুৎবিহীন থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোস্তফা কামাল, সদস্য মিজানুর রহমান খান, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, এনার্জিপ্যাক চেয়ারম্যান রবিউল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরোজ কুমার সাহা, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মিজানুর রহমান, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, দাগনভূঞা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সরওয়ার জাহান, মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ, জিয়াউল হক, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ইসমাইল হোসেন লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









