আবু ইউসুফ মিন্টু :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর পরই পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ইতিমধ্যেই উপজেলা আওয়ামী লীগের অনেক নেতার নামে নির্বাচনী প্রার্থী হওয়ার গুঞ্জন শুরু হয়েছে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই যোগাযোগ রক্ষা করে চলেছেন। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেরও সরব হয়ে উঠেছে। সর্বশেষ ২০১৪ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় পরশুরাম উপজেলা পরিষদের নির্বাচন। সে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করেই উপজেলা নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ফেব্রুয়ারির প্রথম দিকে এই নির্বাচনের তফসিল ঘোষনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার আগেই পরশুরামে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে একাধিক মনোনয়ন প্রত্যাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন স্থানে যোগাযোগ করে চলেছেন। পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে র্শীষে রয়েছেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। এছাড়াও ভোটের বাজারে গুঞ্জন রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন কিংবা তার স্ত্রী সাহিদা ইসলাম মিনু। বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল উপজেলা চেয়ারম্যান হিসাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে তার সমর্থকরা ফেসবুকে বিভিন্ন প্রচারনা চালিয়ে যাচ্ছেন। পরশুরাম উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার বাবুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হতে চান বলে জাসদ নেতাকর্মীরা জানান।
অপরদিকে একাধিক সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বিভিন্নভাবে প্রচারনা চালাচ্ছেন পৌর কাউন্সিলর এনামুল হক, জেলা পরিষদ সদস্য যুবলীগের নেতা সফিকুল হোসেন মহিম প্রার্থী হবার আগ্রহের কথা জানিয়েছেন। এছাড়াও পরশুরাম বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক লোকমানুজ্জামান আল আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলী আকবর ভূঁইয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক কন্টাকক্টার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবদুর রসুল এর নাম শুনা যাচ্ছে।
তবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখন পর্যন্ত কোন প্রার্থীর নাম শুনা যাচ্ছেনা এবং বিভিন্ন প্রচারনা চালাচ্ছেন।
বেশির ভাগ প্রার্থীদের নিজের কর্মী সমর্থক দিয়ে ফেসবুক প্রচারনা চালাচ্ছেন। এছাড়াও নিজ এলকায় বিভিন্ন সভা সভাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে আগের চেয়ে বেশী যোগ দিচ্ছেন। ইতিমধ্যে তারা গ্রামে গ্রামে গিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন। পরশুরাম উপজেলা চেয়ারম্যান পদে খায়রুল বাশার মজুমদার তপন প্রার্থী না হলে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার আওয়ামী লীগ থেকে পুনরায় নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটি নিশ্চিত। তবে এই মুহুর্তে পর্যন্ত কামাল উদ্দিন মজুমদার ছাড়া শক্ত কোন প্রার্থীর নাম শুনা যায়নি।
ফেনী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হবার বিষয়ে তাঁর কোন আগ্রহ নেই। তার স্ত্রীর নিলুর কথাও মাঠে ব্যাপক আলোচনা থাকলেও তার প্রার্থী হবার সম্ভবনাটাও তিনি নাকচ করে দেন।
পরশুরাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন- আমি আজীবন আওয়ামী লীগের জন্য কাজ করে চলেছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন তবে নির্বাচন করবো। দল যে সিদ্ধান্ত দেন আমি সে সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো। বিগত সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-সেবা জনগণের দোরগৌড়ায় পৌঁছে দিতে কাজ করেছি। আগামীতেও করবো। ইনশাল্লাহ।
উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও জামায়াত দলগতভাবে অংশগ্রহণ করবে কিনা সেটিই এখনো নিশ্চিত নয়। তাই মাঠে রয়েছে শুধুমাত্র আওয়ামীলীগ এবং জাসদ। তবে বর্তমানে রাজনীতির পেক্ষাপটে স্থানীয় নির্বাচনে একছত্র আওয়ামীলীগের নিয়ন্ত্রনে থাকবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
অপরদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়াটা প্রার্থীদের মুল টার্গেট হবে। কারণ এবারের ভোটে দলীয় মনোনয়ন পেলেই জয়ী হওয়াটা অনেকটা নিশ্চিত বলে ধারনা করা হচ্ছে। দলীয় নমিনেশন পাওয়া গেলে বিজয়ী হওয়া অনেকটা নিশ্চিত বলে মনে করছেন সম্ভাব্য প্রার্থীরা মনে করেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের আলোচনায় এখন পথে-ঘাটে ও চায়ের দোকানে। কে হবেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান। সবাই এখন সেই শুভক্ষণের অপেক্ষায় রয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









