মোতাহের হোসেন ইমরান :
১০ বছর আগেও বিদ্যুৎ পাওয়াটা ছিল মানুষের জন্য স্বপ্নের ব্যাপার। দিন-রাত ২৪ ঘণ্টায় যে এলাকার মানুষের ভাগ্যে বিদ্যুৎ জুটতো মাত্র ৫/১০ ঘণ্টা, বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের লাইন নিতে দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে গেলেও মানুষ কাঙ্খিত বিদ্যুৎ সংযোগ পায়নি। হাজার হাজার টাকা দিয়েও যেখানে মানুষের কপালে জোটেনি বিদ্যুতের লাইন সেখানে মাত্র পাঁচ মিনিটে ঘরে বসেই আবেদনের সাথে সাথেই পাচ্ছে বৈদ্যুতিক লাইন সংযোগ। এ যেন সত্যিই স্বপ্ন। যা বাস্তবে রূপ নিয়েছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিসের মাধ্যমে। পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ভ্যানে করে পৌঁছে দেয়া হচ্ছে বিদ্যুতের মিটার। পল্লী বিদ্যুৎ দুয়ার মিটারিং (আলোর ফেরিওয়ালা) কার্যক্রম এর আওতায় এ উপজেলার সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুতের সংযোগ ও মিটার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম মো. আবু সাঈদ ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিসের এজিএম দেবাশীষ পাল, সদস্য সেবা কো-অর্ডিনেটর উত্তম কুমার সেন, লাইন টেকনেশিয়ান মো. হারুন, লাইনম্যান আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম মো. আবু সাঈদ বলেন, আলোর ফেরিওয়ালা কার্যক্রমটি চলমান থাকবে। প্রথম দিন সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন, চরদরবেশ ইউনিয়ন, চরচান্দিয়া ইউনিয়ন, আমিরাবাদ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ৮টি বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে। নগদ ৯৬৫/ জমা দিয়েই গ্রাহক তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ পেয়েছে।
সোনাগাজীতে আলোর ফেরিওয়ালা কার্যক্রমের আওতায় তাৎক্ষনিক বৈদ্যুতিক সংযোগ পাওয়া গ্রাহক আমিরাবাদ ইউনিয়নের মধ্য আহাম্মদপুর গ্রামের মাহমুদুল হক জানান, এভাবে এত দ্রুত বিদ্যুৎ সংযোগ পাব কখনোই ভাবিনি, এ কার্যক্রম প্রশংসার দাবিদার। পল্লী বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানাই।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”