পরশুরাম প্রতিনিধি :
ফেনীর পরশুরাম পৌরসভা প্রাঙ্গনে মঙ্গলবার (১৫ জানুয়ারী) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসদ সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হত্যার রাজনীতির মধ্য দিয়ে বিএনপির জন্ম। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসেবে জিয়াউর রহমানকে দোষারোপ করে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে জিয়ার পুত্র তারেক রহমানকে আখ্যায়িত করেন। তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে বর্তমানে কারাগারে আছেন। শিরীন বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গরীবের হক মেরে খাওয়া, ১৫ আগস্ট শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করাসহ সকল চুরি, অপকর্ম ও দুর্নীতির বিচার হতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদার।
পরশুরাম পৌর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বাহারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সফিকুল হোসেন মহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আজাদ, পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন বাবন প্রমুখ।
নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি শিরীন আখতার এমপিকে কাছে পেয়ে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, বাজার কমিটির নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে একইদিন বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









