আবু ইউসুফ মিন্টু :
রাষ্ট্রীয় এবং সরকারী দায়িত্ব পালনকারী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের ক্লান্ত দেহমনকে একটু সতেজ করতে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ পেরিয়ে ছুটে গেলেন ফেনীর জেলার পরশুরামের মহেষপুষ্করনী রাবার বাগানে একবারে প্রত্যন্ত জনপদে, যেখানে শুধু সবুজের সমারোহ, নির্জন, নিস্তব্দতা, আর পাখির কিচির মিচির ডাক।
ফেনী জেলা লেডিস ক্লাবের আয়োজনে শুক্রবার (২৫ জানুয়ারী) বার্ষিক পিকনিকে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের নেতৃত্বে পিকনিকে সপরিবারে অংশ নেন ফেনীর পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা প্রশাসন কার্যালয়ের সকল কর্মকর্তা, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও তাদের পরিবারের সদস্যরা এছাড়াও জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে লেডিসক্লাবের পিকনিকের আনন্দকে ভাগাভাগি করতে ঢাকা থেকে ছুটে আসেন বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু।
দিনব্যাপি পিকনিকে জেলা প্রশাসকসহ কর্মকর্তা ও শিশুদের জন্য ছিল বিভিন্ন ইভেন্ট, প্রতিযোগিতা, লটারী ও শেষে পুরস্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
ফেনী জেলা লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সহধর্মীনি সেলিনা আক্তার ববির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনীর সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, বিশিষ্ট ব্যাংকার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
জেলা প্রশাসকসহ সকল আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তার ও রাবার বাগানের স্বত্তাধিকারী মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টু।
পুবালী সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সংগীত প্রশিক্ষক অজয় দাশ এবং পরশুরাম নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিন্টুর যৌথ পরিচালনায় ওই দিন বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে ফেনী ও পরশুরাম নজরুল একাডেমির শিল্পীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশনায় দর্শক মাতিয়ে রাখেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









