সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুরে গৃহবধু মুসলিমা আক্তার সোনিয়া (২৩) খুনের ঘটনায় জড়িত আসামীদের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। শনিবার (২৬ জানুয়ারী) নবাবপুর ইউনিয়নের ভোরবাজারে অনুষ্ঠিত বিক্ষোভে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ- নেয়। মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসি বলেন, পরিকল্পিতভাবে সোনিয়াকে খুন করেছে তার শশুর পরিবার। এঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে দোতালা বাসার ছাদ থেকে ফেলে মুসলিমা আক্তার সোনিয়া (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার সকাল সাড়ে ১০টায় ওই গ্রামের বেলায়েত সওদাগরের পুরাতন বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মো. পারভেজ জানান, গত একবছর ধরে উভয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার সালিশী বৈঠকের দিনধার্য ছিল। এরই মধ্যে বুধবার বাসার ছাদ থেকে ফেলে মুসলিমা আক্তার সোনিয়াকে হত্যা করে তার শাশুড়ি ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার গৃহবধূ সোনিয়া খুনের ঘটনায় স্বামী মোশারফ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সোনিয়ার পিতা সিরাজুল ইসলাম। সোনাগাজী মডেল থানার মামলা নং-১২, তাং-২৪-০১-২০১৯ইং।
এঘটনায় পুলিশ গৃহবধূর শাশুড়ি শরীফা খাতুন (৬০), জা নাছিমা আক্তার (৪০), ননদ সুরমা আক্তার (৩৮) এবং জা’ ফাতেমা আক্তারকে বুধবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
নিহত গৃহবধূ ওমান প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী, তাদের দেড় বছর বয়সের একটি শিশু সন্তান রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ছাদ থেকে অসাবধানতা বসত পড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। কিন্তু তার পিতা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামলার প্রধান আসামি স্বামী মোশাররফ হোসেন বর্তমানে ওমানে রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”