স্টাফ রিপোর্টার :
ফেনীতে আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮-২০১৯ইং। ০৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভাষা শহীদ সালাম স্টেডিয়াম সম্মেলন কক্ষে টুর্ণামেন্ট উদ্বোধন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী।
ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং।
বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, নোয়াখালী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ
এ সময় অন্যান্যের মাঝে ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক শুসেন চন্দ্র শীল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যগ্ন-সম্পাদক আমিনুল ইসলাম, চাঁদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাহিম চৌধুরী, খাগড়াছড়ি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুগ্ন-সম্পাদক ধুমকেতু মারমা ও ফেনী জেলা ক্রীড়া অফিসার জেলা ক্রীড়া অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন দে, ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য বাহার উদ্দিন বাহার, নুরুল আফছার শাহাজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুল, আমজাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আবুল হাসেম, খাদিজা আক্তার খানম রুনা, শামীম আক্তারসহ ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বর্ণিল আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদযাপন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারী ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ফেনী জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে চারটি গ্রুপে ১১টি জেলা ও চট্টগ্রাম ইউনিভার্সিটিসহ ১২টি দল অংশ নিবে। খেলায় প্রতিটি দলে চট্টগ্রাম বিভাগের বাইরে পাঁচজন খেলোয়াড় অংশ নিতে পারবে। শেষে মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন