স্টাফ রিপোর্টার :
ফেনীতে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এবারও তৃতীয়বারের মতো ছাত্রলীগের ব্যতিক্রমী আয়োজন পিঠা উৎসব ও আনন্দমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকা জুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। বাঙ্গালির ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন ও সুস্বাদু পিঠার পসরা সাজিয়ে বসে পিঠা উৎসবে স্টলগুলোতে। পিঠা উৎসবে ফেনীর বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১৪ ফেব্রূয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পিঠা উৎসবে উদ্বোধক ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্বাবধানে সভাপতিত্ব করেন বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে এম শহীদ খোন্দকার, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের।
উদ্বোধন পর্ব শেষে অনুষ্ঠান প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথি এসে যোগ দেন সস্ত্রীক জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরেরজামান চৌধুরী, বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জোসনা আরা জুসি, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী প্রমুখ। উপস্থিত অতিথিবৃন্দকে ভাষার মাস উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়।
এ সময় অন্যান্যের মাঝে ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁঞা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ এলএলবি, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁঞা, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাহাব উদ্দিন সিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব খগেশ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক ও পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বয়ক সমরজিৎ দাস টুটুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতাকর্মী ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে বালিগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা ধুমকেতু, গীতাঞ্জলী, পানকৌড়ি, সোনারতরী, পোষাল, বনলতা, সাতকাহন, স্বদেশ পিঠাঘর, লাল সবুজ ও বালিগাঁও উচ্চ বিদ্যালয় ‘মাতৃভূমি’ নামে ১০টি স্টল স্থাপন করে। উপস্থিত অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন।
পিঠা উৎসব প্রাঙ্গনে পুবালী সাংস্কৃতিক কেন্দ্রসহ ফেনীর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকরা উপভোগ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”