স্টাফ রিপোর্টার :
ফেনীতে উৎসব আমেজে শুরু হচ্ছে কাল রোববার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৯। টুর্ণামেন্ট সফল করতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) ফেনী শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরের সামনে থেকে ব্যাণ্ডবাদ্য বাজিয়ে ও সাইকিলস্টরা সুসজ্জিত হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অগ্রভাগে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার-উননেছা শিউলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারাধন পাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, সাহেদ উদ্দিন মিল্লাত, জহির উদ্দিন চৌধুরী মুকুট, সাইফুর রহমান সাইফু, আজম চৌধুরী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, বাহার উদ্দিন বাহার, আমজাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, নুরুল আবছার কবির শাহজাদা, মো. আবুল হাশেম, বেগম শামীম আক্তার, আশ্রাফুল আনোয়ার শিমুলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য, কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে একাডেমীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। এ সময় ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রোববার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এ টুর্ণামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলসহ ১২টি দল অংশ নিচ্ছে। দুপুর তিনটায় উদ্বোধনী খেলায় ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল প্রতিদ্বন্ধিতা করবে।
উল্লেখ্য; এবারের আসরে চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা ও রানার্স আপ দল ৫০ হাজার টাকা প্রাইজ মানি পাবে। এছাড়াও প্রতিটি দলকে অংশগ্রহণ ভাতা, প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়কে পুরস্কার এবং টুর্ণামেন্টে সেরা খেলোয়াড়ের জন্যও পৃথক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”