স্টাফ রিপোর্টার :
ফেনীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী, রঙ-বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।
উদ্বোধনী খেলায় স্বাগতিক ফেনী জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের মধ্যকার খেলায় (১-১) গোলে ড্র অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করেন ফেনী জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত দর্শক ও ক্রীড়ামোদী লোকজন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম নিজামীর সভাপতিত্বে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
স্বাগত বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।
আমন্ত্রিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজদেুর রহমান খান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
এছাড়াও অন্যান্যের মাঝে সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উন নেছা শিউলী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য মজিবুল হক রিপন, আবদুল মোতালেব হুমায়ুন, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, বাহার উদ্দিন বাহার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যগণ ছাড়াও শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
টূর্ণামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল ছাড়াও বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় স্বাগতিক ফেনী জেলা দলের মুখোমুখি হয় ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা দল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”