স্টাফ রিপোর্টার :
ফেনীতে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে হত্যা করে মর্জিনা আক্তার মুক্তা (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় শহরের পশ্চিম উকিলপাড়ার উদির আলীর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার ঘটনায় কিছুতেই থামছে না স্বজনদের আহজারী। বাড়িতে স্বজনদের কান্নার রোল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা মুক্তাকে ডাকাডাকি করে। দীর্ঘসময় কোনো সাড়া না পেয়ে তারা মুক্তার ভাই মাসুমকে খবর দেয়। পরে তিনি এসে ঘরের দরজা ভেঙে ভেতরে মুক্তা ও তার দুই ছেলে-মেয়ের মরদেহ দেখতে পান। ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দূর্গাপুর এলাকার নুর মোহাম্মদ তারেক ইতালি থাকেন। ছেলে মাহিন আহমেদ (৪) ও মেয়ে তাসনিম আহমেদ মাহিকে (৮) নিয়ে উকিলপাড়ার উদির আলীর বাড়িতে ভাড়া থাকতেন তার স্ত্রী মুক্তা। মাহি স্থানীয় সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাক্ বিতন্ডা চলছিল মুক্তার। ধারণা করা হচ্ছে, স্বামীর ওপর রাগ করেই ছেলে-মেয়েকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন।
মুক্তা ছোটকাল থেকে মামার বাড়ীতে থেকে পড়া শেষে সোনাগাজীর কুঠিরহাট গ্রামের ইতালী প্রবাসী নুর মোহাম্মদ তারেকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সাথে মনমালিন্য শুরু হয়। স্ত্রী সন্তানের শান্তির কথা বিবেচনা করে ৩ মাস পূর্বে উকিল পাড়ায় বাসা বাড়া নিয়ে বসবাস করে আসছে। এদিকে মেয়ে ও নাতি-নাতনির আত্মহত্যার খবর পেয়ে মা ছবুরা খাতুন কাজল ও ভাই মাসুম সহ পরিবারের লোকজন ছুটে আসেন উকিল পাড়ার বাসায়। স্বজনদের আহজারীতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠেছে। বাড়িতে স্বজনদের কান্নার রোল। কিছুতেই মেনে নিতে পারছেন না মেয়ে ও নাতি-নাতনির মৃত্যু।
ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, মুক্তা প্রথমে তার সন্তানদের মোবাইল ফোনের ক্যাবল ও গামছা পেঁচিয়ে হত্যা করেন। এরপর বিষপান করে তিনিও আত্মহত্যা করেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”