শহর প্রতিনিধি :
ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের রোববার অনুষ্ঠিত চতুর্থ দিনের খেলায় স্বাগতিক ফেনী জেলা দল ও কুমিল্লা জেলার মধ্যে (২-২ গোলে) ড্র হয়।
খেলার ১৪ মিনিটের মাথায় কুমিল্লার ০৪ নং জার্সি পরিহিত মিনহাজ কবির চৌধুরী ১ম গোল করে এবং ১২নং জার্সি পরিহিত মেহেদী হাসান শাকিল ১৮ মিনিটে ২য় গোল করে অপর পক্ষে ফেনীর ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় কামরুল হাসান অতুল ২৪ মিনিটে ১ম গোল পরিশোধকরে এবং ২০নং জার্সি পরিহিত খেলোয়াড় আবিদ হাসান ২৬ মিনিটে ২য় গোল পরিশোধ করে খেলায় সমতা আনে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন ফেনী জেলা দলের খেলোয়াড় আবিদ হাসান আবিদ। পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াজেদ ও মো. মনিরুজ্জামান, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদস্য বাহার উদ্দিন বাহার, হারুন উর রশিদ মজুমদার, আবুল হাশেম, আজম চৌধুরী, আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।
এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার ক্রীড়ামোদী বিপুল সংখ্যাক দর্শক খেলা উপভোগ করেন।
এ টূর্ণামেন্টে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দল ছাড়াও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করে। আগামী ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে চাঁদপুর জেলা দলের মুখোমুখি হবে লক্ষীপুর জেলা দল।
উল্লেখ্য; খেলা শুরুর পূর্বে ফেনী জেলা ফুটবল দলের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম তুহিনের পিতা মোঃ মোস্তফার মৃত্যুতে উপস্থিত সকল কর্মকর্তা ও খেলোয়াড়সহ সকল দর্শক দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন