স্টাফ রিপোর্টার :
ফেনীর ছয়টি উপজেলার মধ্যে চারটি উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী এবং দুটি উপজেলায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
পরশুরাম উপজেলায় সব পদে একক প্রার্থী হওয়ায় তাঁরা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হচ্ছেন। ফেনী সদর উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বাকী চারটি উপজেলার শুধু ভাইস চেয়ারম্যান পদে এবং একমাত্র ফুলগাজী উপজেলায় সব পদে প্রতিদ্বন্দ্বীতা হবে।
বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন-চেয়ারম্যান পদে সোনাগাজী উপজেলায় জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলায় দিদারুল কবীর রতন, পরশুরাম উপজেলায় কামাল উদ্দিন মজুমদার ও ছাগলনাইয়া উপজেলায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন ফেনী সদর উপজেলায় একে শহীদ উল্যাহ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোসনা আরা বেগম জুসি, পরশুরাম উপজেলায় ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার (৬ মার্চ) ছিল চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ দিন ছিল। যাচাই-বাছাই কালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেন। তাঁরা হলেন- ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. রামীম হোসেন, ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে এএফএম শহীদুল্লাহ মজুমদার ও মো. আবদুল হালিম, দাগনভূঞা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী আনোয়ার হোসেন ভূঁঞা ও মো. হোসেন সোহেল।
বর্তমানে ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন বৈধ প্রার্থী রয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী রয়েছেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম এবং জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম আজহারুল হক আরজু।
ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, জাসদ নেতা গোলাম জাব্বার মজুমদার। ভাইস চেয়ারম্যান পদে অনিল বণিক ও চেয়ারম্যান আবুল আলম আজমীর, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ ও বিবি মরিয়ম।
সোনাগাজী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন রয়েছেন-আজিজুল হক, শাখাওয়াতুল হক বিটু, সৈয়দ দ্বীন মোহাম্মদ, সিরাজুল ইসলাম, এম এ তাহের এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোবেদা নাহার ও মোর্শেদা আক্তার।
দাগনভূঞা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জয়নাল আবেদিন মামুন, মো. শাহীন ও কাজী রবিউল হক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা আক্তার শেফালী, রোকসানা আক্তার, ফারহানা নিগার ও আনোয়ারা বেগম।
ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার ও জসিম উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জোলেখা, আরমিনা ফেরদৌস ও নাছিমা আক্তার।
পরশুরাম উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিনটিতেই একক প্রার্থী হওয়ায় তাঁরা তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, ফেনীতে চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন পদে ৩৫জনের প্রার্থীতা বৈধ ঘোষনা এবং ৫ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, জেলার ছয়টি উপজেলার মধ্যে সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। এছাড়া ফেনী সদর ও পরশুরাম উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে চারজন একক প্রার্থী রয়েছেন। আগামী ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৪ মার্চ প্রতীক বরাদ্ধ ও ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারপর একক প্রার্থীদেরকে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষনা করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”